এখনকার সর্বাধুনিক স্মার্টফোনগুলোতে ক্রমাগত প্রসেসিং শক্তি বাড়ছে। সেই সঙ্গে বড় ব্যাটারি আর দ্রুতগতির চার্জিং প্রযুক্তিও থাকছে।

কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কাজের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। চার্জ দেওয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন বেশি গরম হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। তবে কিছু পরামর্শ মেনে চললে ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে ঠেকানো যায়।
স্মার্টফোনের কভার বা কেস সরিয়ে ফেলুন:
অনেকেই অনেক সময় স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেস যুক্ত করে ব্যবহার করেন। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে তোলো। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন। এতে ফোন কম গরম হবে।
চার্জ দেওয়ার সময় শক্ত স্থানে রাখুন:
যখন স্মার্টফোনে চার্জ দেবেন তখন তা শক্ত কোনো পৃষ্ঠের ওপর রাখবেন। তাপ শোষণ করে এমন পৃষ্ঠ যেমন সোফা বা বিছানার ওপর রেখে ফোন চার্জ দেবেন না। চার্জের সময় ফোন থেকে যে গরম বের হয় তা আটকে গিয়ে ফোন আরও বেশি গরম করে তোলে।
সারা রাত চার্জার লাগিয়ে রাখবেন না:
অনেকেই ফোনের সঙ্গে সারা রাত চার্জার লাগিয়ে রাখেন। সারা রাত চার্জ দেওয়ার ফলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়। অনেক সময় অতিরিক্ত গরমে ফোনে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে।
ফোন গরম করার অ্যাপ সরান:
কিছু অ্যাপস আছে যা ফোনের প্রসেসিং ক্ষমতা ও গ্রাফিকসের বারোটা বাজায়। এসব অ্যাপ ফোন অতিরিক্ত গরম করে তোলার জন্যও দায়ী। ফোন বন্ধ থাকলেও এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে। অতিরিক্ত প্রসেসিং ক্ষমতার ব্যবহারে ফোনকে গরম করে তোলে এসব অ্যাপ। তাই এসব অ্যাপ সরিয়ে ফেলুন।
সরাসরি সূর্যের আলোতে রাখবেন না:
কিছু কিছু স্মার্টফোনের পেছন দিকটা তৈরি হয় প্লাস্টিক দিয়ে। এসব ফোন সরাসরি সূর্যের আলোতে এলে গরম হতে শুরু করে। একদিকে প্রসেসিং ক্ষমতা চালু থাকা আর একদিকে সূর্যের আলো এই দুই মিলিয়ে ফোন দ্রুত গরম হয়ে যায়।
অননুমোদিত চার্জার ও ব্যাটারি ব্যবহারে না:
আসল নির্মাতার তৈরি নয় এমন কিছু চার্জার ও ব্যাটারি ব্যবহারে ফোন গরম হয়। তাই ফোনে চার্জ দেওয়ার সময় আসল চার্জার ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখে নিতে ভুলবেন না।

 
তথ্যসূত্র: MobileBD.Org

11 thoughts on "মোবাইল গরম হওয়া থেকে বাচানোর ৬ টি উপায়"

  1. Saidul Islam345 Contributor says:
    vai please amar help koren.. amar google play store colse na.vai apnara kisu koren
    1. Avengers Contributor says:
      আমি ঠিক করে দিতে পারবো
      fb.com/Asifkhanjoyofficial
      এ ইনবক্স করুন ফুল টিউটরিয়াল দিবো ফ্রি
    2. Saidul Islam345 Contributor says:
      bujlam na
    3. Avengers Contributor says:
      প্লে স্টোর ঠিক করতে পারি 🙂
      জানতে চাইলে ফেসবুক এ মেসেজ দিন 😀
    4. Saidul Islam345 Contributor says:
      apnar id den.
    5. Avengers Contributor says:
      Fb.com/asifkhanjoyofficial
  2. Shawon Sheikh Author says:
    help help help….
    Mp3 music download er jonno kon
    app valo ..
    1. Avengers Contributor says:
      Gaana.com
      Hungama.com
      & Saavn.com
  3. Alfaz Ahmed Contributor says:
    চুরি করা পোস্ট
  4. jibon mia Contributor says:
    প্লিজ,হেল্প আমার DROID,VPN CONNECT হচ্চেনা কেন? সুধু OPEN Udp Port Found দেখাই প্লিজ হেল্প মি??Clear,Data Dise but কাজ হচ্চেনা কি করব প্লিজ হেল্প
  5. RE ROFIQUL Contributor says:
    bro amar play store kaj kore na ki korbo pls help

Leave a Reply