ওয়েভ ডেভেলাপমেন্ট শিখতে চাচ্ছেন?
Html / cSs / Php / Javascript সহ সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে চান অথবা ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন কিংবা ডেভেলাপমেন্ট করতে চান।
এজন্য অবশ্যই গুগোলে টিউটোরিয়ালের জন্য সার্চ করছেন। অনলাইনে প্রচুর পরিমানে টিউটোরিয়াল + রিসোর্সস আছে যেগুলো দেখে আপনি কোন ট্রেইনিং সাড়াই নিজে নিজে প্রোগ্রামিং শিখতে পারেন কিংবা ওয়েভ সাইট ডেভেলাপমেন্ট করা শিখতে পারবেন।
কিন্তু সমস্যা হলো সকল টিউটোরিয়াল গুলো লোকালহোস্ট এবং কম্পিউটার ভিত্তক। যার ফলে টিউটোরিয়াল থাকলেও সেটা আপনার এন্ডোয়েড দিয়ে ফলো করা কঠিন হয়ে যায়।
এই সমস্যার সমাধানের জন্যই আজকের টিউটোরিয়াল
আজকের টিউটোরিয়ালে দেখাবে কিভাবে আপনার ফোনে লোকাল হোস্ট সার্ভার ইন্সটল করবেন এবং ব্যবহার করবেন। এর সাথে একটি প্রিমিয়াম লোকালহোস্ট সপ্ফটার ফ্রিতে ডাউনলোড করার পুন্য টিউটোরিয়াল।
এটি একটি পুনাঙ্গ ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্ব । ভিডিওটি নিচে দেওয়া হলো ——
পরর্বতী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার এন্ডোয়েড লোকালহোস্ট সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন।
ট্রেইনার ক্যাম্পেই চালু হলে সবাইকে হেল্প করব।
তারপর রানা ভাই এবং স্বাধীন ভায়ের পোষ্টে কমেন্ট করুন।
এই post টা দ্বিতীয় বার কারো করার জন্য request করছি, screenshot সহ
আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে আমার ১ পয়সাকড়ি লাভ হবে না। কারন এটা ইমবেড করা । যদি আমার চ্যালেনে গিয়ে দেখতেন তাহলে হয়ত আমার কিছু লাভ হত। যদিও সেটা আমার পরিশ্রমের তুলনায় অনেক সীমিত।
উদাহরন : একটা টিউটোরিয়াল বানাতে গুগোল করতে হয়। এরপর এপ্সটি ডাউনলোড করে তার খুটিনাটি বিস্তারিত সুবিধা অসুবিধা জানতে হয়। এরপর যদি সেটা কোন কাজের হয় তবেই সেটা রেকডিং করি। তারপর কম্পিউটার দিয়ে ইডিট করে মেগাবাইট খরচ করে আপলোড করি।
খেয়াল করলে দেখবেন – অন্য সবাই পোস্ট করে তাদের ওয়েভ সাইট লিংক শেয়ার করে। কিন্তু আমার পেস্ট কোন লিংক পাবেন না। আশা করি বুঝতে পারছেন।
৫-১০ মেগাবাইট খরচ করেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন।