আসস্লামুআলাইকুম……..
সকলে আশা করি ভালো আছেন।
আজকে একটা পোষ্ট করলাম ট্রিকবিডিতে এনড্রয়িড বিষয়ে।
আশা করি ভায়েদের কাজে লাগবে।
তাহলে শুরু করা যাক।
আপনার এন্ড্রয়েড ফোনে স্লোয়ারিটি, ল্যাগি এবং চার্জ সমস্যার সমাধান করুন নিজেই, কোনো সফটওয়্যার ছাড়াই”….
..আমদের মাঝে এখন এন্ড্রয়েড ইউজার এর সংখ্যা এখন অনেক অনেক বেশী।……

…..প্রয়োজনের সব ধরনের সফটওয়্যার সহজে এবং একইখানে পাওয়া যায় বলেই হয়তো এর ইউজার এখন অনেক বেশী। কিন্তু এন্ড্রয়েড এর অন্যতম প্রধান সমস্যা হলো যত দিন পার হয় ততই স্লো হয়ে যায় আর চার্জ সমস্যা তো আছেই।

সমাধান হিসেবে ফ্যাক্টরী রিসেট বেছে নেন অনেকেই।
আবার ফেসবুক বা চটকদার কিছু বিজ্ঞাপন দেখে অনেকেই অনেক এপ্স নামিয়ে নেন, সুফলের আশায়।
কিন্তু কিসের লাভ কোথায়, অনেক সময় দেখা যায় অই বড় বড় সফটওয়্যার গুলো উলটো র্যাম এর অনেক যায়গা দখল করে নিয়েছে। তাই আজ কিছু সহয সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য। অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না। সব মিলিয়ে সবার জন্য কিছুটিপস। নিচ থেকে মিলিয়ে নিন কোনটি আপনি জানেন আর কোনটি নতুন আপনার জন্য।

কারণ অনেকে কিছু টিপস এর মধ্যে থেকে জানেন।…

♦♦০১. প্রথমেই বলবো শেয়ার ইট এপের কথা।
এই এপ্প টি নেই এমন এন্ড্রয়েড সেট অনেক কম পাওয়া যাবে। এটা সমস্যা নয়। সমস্যা হলো এটির জন্য আপনার সেটে ওয়াইফাই হটস্পট চালু হয়। তাই যতো তাড়াতাড়ি সম্ভব কাজ সারুন। এতে আপনার চার্জ বেচে যাবে অনেকটা। অনেক সেট এ অটো বন্ধ হয় হটস্পট আবার অনেক সেটে বন্ধ হয় না। তাই আপনার সেট অনুযায়ী মনে করে ওয়াইফাই হটস্পট বন্ধ করুন আর সাশ্রয় করুন আপনার চার্জ। আর একটা কথা, আপনার ডাটা চালু থাকলে আর ওপেন হটস্পট চালু থাকলে অটো কানেক্ট করে আপনার সীমিত কেনা ডাটা আপনার অজান্তে অন্যরা ব্যবহার করতে পারে। তাই সাবধান।……

♦♦০২. শেয়ার ইট নিয়ে আরো একটি কথা। এতে আপনার সেট এ অটো ওয়াইফাই চালু হবে, মনে করে এটিও বন্ধ করুন আর সুরক্ষিত থাকুন।…..

.♦♦০৩. অনেকের সেট এ ইন্টারনাল স্টোরেজ কম থাকে। তাই সেটিং থেকে ডিফল্ট ইনস্টল লোকেশন দেখিয়ে দিন এসডি কার্ড। এতে আপনার সেটে যেমন ইন্টারনাল স্টোরেজ কিছু হলেও ফাকা হবে তেমনি সেট ও স্পিডি হবে।……

♦♦০৪. ইন্টারনাল স্টোরেজ কম দেখিয়ে প্লে স্টোর থেকে এপ ইনস্টলনিচ্ছে না? সমস্যা নেই। আপনার কাংখিত এপটির নাম লিখে পাশে apk জড়িয়ে দিয়ে সার্চ দেন আর পেয়ে যাবেন আপনার কাংখিত এপ্পটির ডাউনলোড মিরর নামিয়ে নিন এসডি কার্ডে আর ইনস্টল করুন এসডি কার্ড থেকে। এছাড়া কিছু ট্রাস্টেড সাইট রাখতে পারেন আপনার বুকমার্কে।

♦♦যেমনঃ apk4fun, apkpure ইত্যাদি আর প্রয়োজনীয় এপ্প স্টোর করুন।…..

.♦♦০৫. প্লে স্টোর থেকে না নিয়ে পারলে অন্য মিরর থেকে নামিয়ে নিন আপনার কাংখিত এপ্প। কারন কোনো কারনে আপনাকে সেট ফ্যাক্টরী রিসেট দিতে হলে আবার নতুন করে ডাটা খরচ করে সকল এপ্প নামাতে হবে। কিন্তু আপনি এসডি কার্ডে স্টোর করলে আর এইবাড়তি ডাটা খরচ করতে হবে না।…..

.♦♦০৬. ইন্টারনাল স্টোরেজ কম থাকার কারনে অনেকেই অনেক এপ্প ব্যবহার করতে পারেন না আবার প্রয়োজনটা অনেক বেশী হয়ে দাঁড়ায় কখনো। যেমন অফিস এপ্লিকেশন, পিডিএফ রিডার সবসময় কাজে লাগে না, কিন্তু প্রয়োজন কম নয় কিনতু। তাই এটি এসডি কার্ডে স্টোর করুন। কাজ শেষে আনইনস্টল করে দিন আর প্রয়োজনে ইনস্টল করে নিন।আপনার প্রয়োজন ও মিটলো আর র্যাম বা স্টরেজ এর চাপ ও থাকলো কম।……

♦♦০৭.ডিইউ মিটার বা ব্যাটারী সেভার ইত্যাদি এপ্প গুলো ব্যবহারের পক্ষে আমি না। কারন এই কাজগুলো আমরা নিজেই করতে পারি। কিছু জিনিস লক্ষ্য করুন। আপনি মনে করে আপনার সেটের ব্রাইটনেস ঠিক রাখুন। এতে আপনার চার্জ অনেকটা বেচে যাবে।
যেমনঃ বাইরে গেলে ব্রাইটনেস বেশী লাগে আবার বাসায় বা ঘরে কম ব্রাইটনেস থাকলেই চলে।
তাই নিজের প্রয়োজন মত ঠিক করুন। ব্যাটারীর পাওয়ার কম থাকলে সবসময় ডাটা অন রাখবেন না, প্রয়োজনে ব্যবহার করুন। ওয়াইফাই ব্যবহার প্রচুর চার্জ ব্যয় করে। তাই একবার ভেবে নেবেন।….

♦♦..০৮. প্রয়োজনের অতিরিক্ত এপ্প সেটে না রাখাই ভালো। চেক করে নিন একবার কোনগুল আপনার সবসময় প্রয়োজন। অন্যথা এপ্প রাখবেননা। এতে আপনার র্যাম খরচ হবে, ইন্টারনাল স্টোরেজ কমে যাবে আর সর্বোপরি আপনার সেট স্লো হয়ে যাবে। দেখে সিদ্ধান্ত নিন কোনগুল রাখবেন।…..

.০৯. নেট ব্রাউজিং এর সময় অনেক এপ্প অটো ডাউনলোড হয়ে যায়, যেগুলো কাজের নয়। চেক করে আনইনস্টল করে নিন।…..

আজ এখানেই শেষ করলাম।

কথা হবে অন্য কোনো পোষ্টে।
এতক্ষন পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ।
♦♦And Stay with Trickbd

20 thoughts on "আপনার এন্ড্রয়েড ফোনে স্লোয়ারিটি, ল্যাগি এবং চার্জ সমস্যার সমাধান করুন নিজেই, কোনো সফটওয়্যার ছাড়াই”…"

    1. Shohagh Subscriber Post Creator says:
      ধন্যবাদ। ?
  1. BD Yasin Contributor says:
    Very Nice:::::::>
    1. Shohagh Subscriber Post Creator says:
      ধন্যবাদ ভাই…?
    2. Request Me Contributor says:
      টিউনার হতে পারছেন?
  2. jibon mia Contributor says:
    WOW….KI KOOMOO.VHAi
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ……..
  3. Shamim Ahmed Shovo Contributor says:
    সুনদর পোস্ট
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ?
  4. Shamim Hossen Contributor says:
    nice Post Shohag Vai apnar Fb link den….
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ……??
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ.. ??..
  5. Tasnim Akondo Contributor says:
    admin pls see my posts
  6. Azim Ahmed Contributor says:
    Nice post..??????
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ……..
  7. Me Ashiq Contributor says:
    Nice post bro…..!!
    1. Shohagh Subscriber Post Creator says:
      TnQ…
  8. BAPPI Contributor says:
    very very nice post bro..
  9. Favourite Game Contributor says:
    কিভাবে wifi admin pannel এ লগইন করব?please help me.আমি default না রেখে off করতে চাই।

Leave a Reply