আমরা অনেকেই প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ডাউনলোড করতে ট্রিকবিডি বা গুগলে খুজি। কিন্তু ডাউনলোড পেজে যাবার আগেই এড এসে সব ভণ্ডুল করে।
ক্লিক করলেই বিভিন্ন অপ্রয়োজনীয় সাইটে ঢুকে যায়।
কিন্তু হাজার খুজেও ডাউনলোড করতে পারি না।
বিশেষ করে Wapka তে।
তাই নিন সহজ সমাধান।
১।এর জন্যে প্রথমে সফটওয়্যার বা ফাইল্টার ডাউনলোড লিংক কপি করুন।
৩। অপশন মেনু থেকে সেটিংস এ যান। তারপর Advance এ ক্লিক করুন।
৪। দেখবেন Enable Javascript এর পাশে টিক দেয়া আছে। সেখানে ক্লিক করে টিক উঠিয়ে দিন।
৫। ব্যস, এবার ডিফল্ট ব্রাউজার এ লিংক পেস্ট করে ডাউনলোড পেজে যান। ডাউনলোড করুন।
দেখবেন কোন এড নাই।
সবাইকে ধন্যবাদ।
ডিফল্ট ব্রাউজার konta….
set browser
rana vai ar post e comment koren…
tahole ei hobe
থাকলে দয়া করে কেউ বলেন।