ক্লাউড প্রিন্ট গুগলের একটা সার্ভিস যা প্রায় সকল এন্ডয়েড ফোনে থাকে। কিন্তু আমরা অনেকেই এটা ব্যবহার করতে জানি না। এর মাধ্যমে আপনার ফোন থেকেই আপনি যে কোন কিছু প্রিন্ট দিতে পারেন। OTG ছাড়াই।

তো চলুন জেনে নেই কিভাবে করবেন।
১। নিশ্চিত হোন যে আপনার ফোনের ইন্টারনেট চালু আছে। এবং ইমেইল লগিন করা আছে।
২। পিসি তেও ইন্টারনেট কানেকশন লাগবে। সাথে ক্রোম ব্রাউজার। এবং সেটাতে গুগল একাউন্ট এ লগিন করা লাগবে। [যে একাউন্টস ফোনে লগিন করা আছে সেই একাউন্ট।]
৩। প্রিন্টার অন রাখতে হবে।
৪। কোন প্রিন্ট যোগ্য ফাইল বা ফটো ওপেন করুন। অপশন থেকে প্রিন্ট মেনুতে যান।
৫। আপনা আপনি ক্লাউড প্রিন্ট চালু হবে অথবা পপ আপ থেকে ক্লাউড প্রিন্ট সিলেক্ট করুন।
৬। এবার ড্রপডাউন মেনু থেকে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করুন।
৭। গুগল আগে থেকেই প্রিন্টার এড করে রাখে। এই লিস্টে দেখুন। List
৮। যদি লিস্টে না থাকে তবে পিসিতে ক্রোম চালু করে মেনু থেকে সেটিংস এ যান। Sign in to chrome এ ক্লিক করুন।
Show Advanced Menu তে ক্লিক করে গুগল ক্লাউড প্রিন্ট অপশন বেছে নিন। সেখান থেকে Manage এ ক্লিক করে প্রিন্টার এড করে নিন।
সতর্কতাঃ দুই জায়গাতেই ইন্টারনেট কানেকশন লাগবে আর একই ইমেইল এড্রেস বা গুগল একাউন্টে লগিন থাকতে হবে।

5 thoughts on "Cloud Print কি? কিভাবে এর মাধ্যমে আপনার ফোন থেকেই প্রিন্ট দিবেন তাও আবার OTG ছাড়া। চলুন জানি।"

    1. Shakil Khan Author Post Creator says:
      tnx
  1. Mosiurr Contributor says:
    video dile valo hoto
    1. Shakil Khan Author Post Creator says:
      ok

Leave a Reply