আপনাকে আর কষ্ট করে back button,home button, power button কিচ্ছু তে আর টাচ করতে হবে না।স্ক্রিনের সাইড থেকেই সব কাজ করতে পারবেন।পুরা পোস্ট টা পড়েন তাহলে বুঝতে পারবেন।(রুট+আনরুট সবার জন্য)[Latest +paid version ]
Screen shots→→→
অনেক সময় আমাদের ফোনের back button কম কাজ করে অথবা বার বার হোম button এ টিপ দিতে ভাল লাগে না। আপনাকে আর কোন button এ ক্লিক করতে হবে না সব button এর ছুটি।বার বার পাওয়ার বাটন টিপলে আবার নষ্ট হয়ে যেতে পারে।
(১)
এটি রুট ইউজার দের জন্য।
App name:button savior pro
অ্যাপ টি সত্যি চমৎকার কাজের।আমরা ফোন রুট করি বাড়তি সুবিধার জন্য। এখন সুবিধা গুলা নিয়ে নি কি কন?
কাজ গুলা দেখে নিন:
→আপনাকে back button এ ক্লিক করতে হবে না স্ক্রিন এ এই অ্যাপ এর একটা আনকন পাবেন সেখানে ক্লিক করলেই ব্যাক এ চলে আসবে।
→এক ক্লিকে হোম এ চলে আসবে।আপনি যেখানেই থাকুন না কেন এক টা ক্লিকে আপনার ফোনের হোমে চলে আসবে।
আপনি কষ্ট করে উপর থেকে notification bar টি টানতে হবে না এখানে ক্লিক করলেই চলে আসবে।
→এক ক্লিকে ফোন restart দিতে পারবেন।
→ফেসবুক চালাচ্ছেন কাউ কে কল করবেন আপনাকে কষ্ট করে ফেসবুক মিনিমাইজ করে আসতে হবে না এই অ্যাপ এর আইকনে ক্লিক করলে call করার আইকন দেখতে পাবেন।সাথে ক্যামেরা ও অন করতে পারবেন।
→এক ক্লিকে স্ক্রিন লক করতে পারবেন।
আমি আসলে আপনাদের ঠিক ভাবে বুঝাতে পারছি না একবার ব্যাবহার করে দেখুন ভাল লাগবে গ্যারান্টি দিচ্ছি।
Download link: Button_Savior_Pro_Key- ক্লিক করুন
(2)আনরুট ইউজার দের জন্য
App name:back key
size:128kb
এর কাজ আগের টার মত, পুরাই সেম তাই বেশি কিছু বলব না। ২টায় সংগ্রহ করে রাখুন কাজে লাগবে।
Download link: Back key-ক্লিক করুন
[[N.B link এ গিয়ে Free download এ ক্লিক করবেন তারপর captcha coad টা দিয়ে creat Download link এ ক্লিক করবেন পরের পেজে App টা নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে]]
13 thoughts on "home,back,power,option button কোন টায় টিপ দেওয়া লাগবে না স্ক্রিন থেকেই সব কাজ করতে পারবেন আরো অনেক ফিচার(root+unroot সবার জন্য)(Paid version)"