★আপনার এন্ড্রয়েড এর “IMEI” invalid দেখালে যা করবেন:
মাঝে মাঝে এন্ড্রয়েড ফোনে imei invalid দেখায়। আজ আমি আপনাদের শেখাব কি করে এটা ঠিক করবেন
>>পদ্ধতি ১:
বিভিন্ন এন্ড্রয়েড ফোন বা ট্যাব যারা ব্যাবহার করছেন, তাদের অনেকেই ফার্মওয়্যার/রম চেঞ্জ করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হন। এটি মূলত তাদের জন্য। আশা করি কাজে লাগবে । আপনার ফোন/ট্যাবের হারিয়ে যাওয়া “IMEI” ফিরে পেতে কিছু স্টেপ ফলো করুন,
১। ফোন ডায়ালার এ গিয়ে লিখুন *#*#3646633#*#* [ অথবা অন্য কোনো উপায়ে ENGINEERING MODE এ যান]
২। একটি স্পেশাল মেনু আসবে, সেখানে “Connectivity” TAB এর মাঝে “CDS Information” এ যাবেন,
৩। নিচ থেকে “Radio Information” সিলেক্ট করুন,
৪। ডুয়েল সিম হলে সিম সিলেক্ট করে দিলে প্রথমেই “AT+” লেখা দেখতে পাবেন,
৫। এবার প্রথম সিম এর জন্য “AT+” লিখা যেখানে, সেখানে লিখবেন AT+EGMR=1,7,”xxxxxxxxxxxxxxx”
“xxxxxxxxxxxxxxx” হল আপনার ১৫ ডিজিট এর “IMEI” (আপনি “IMEI” জেনে থাকলে সেটাই দিবেন, অথবা যেকোন একটা দিবেন, ভুল বশত অন্যের আইএমইআই ব্যাবহার করবেন না। এটি শাস্তি যোগ্য অপরাধ।)
৬। সেন্ড কমান্ড ক্লিক করুন,
৭। অনুরুপভাবে, দ্বিতীয় সিম এর জন্য লিখবেন AT+EGMR=1,10,”xxxxxxxxxxxxxxx” সেন্ড কমান্ড ক্লিক করুন
৮।এখন আপনার ফোন/ট্যাব রিস্টার্ট করুন ।
>>পদ্ধতি ২:
এর জন্য আগে থেকেই IMEI ব্যাকআপ রাখতে হবে ।
শর্ত: ES FILE EXPLORER ও ফোন ROOT করা থাকতে হবে ।
IMEI ব্যাকআপ করতে: ES File Explorer ওপেন করে,ফোনের রুট এর Data/NVRAM/MD/NVRAM/NMD_IMEI/ থেকে MPOB_001 ফাইলটি কপি করুন । ফাইলটিই আপনার IMEI ব্যাকআপ।
IMEI রিষ্টোর করতে: ES File Explorer ওপেন করে, ফোনের রুট এর Data/NVRAM/MD/NVRAM/NMD_IMEI/ এর MPOB_001 ফাইলটি পেষ্ট করে রিপ্লেস করুন। ফোন রিষ্টার্ট দিন।