প্রয়োজনীয় সব অ্যাপ থাকুক হাতের মুঠোয়

এন্ড্রয়েড আর স্মার্টফোনের এইযুগে মানুষ হাতের নাগালেই সব কিছু পেতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ঘরের রান্নাটি
পর্যন্ত অ্যাপের সাহায্য নেয় কেউ কেউ। নানা মানুষ
আপনাকে নানা ধরণের
অ্যাপ ডাউনলোড করতে বলে। এখন আপনি কি করবেন? কারণ সব অ্যাপই আপনার কাছে
দরকারী বলে মনে হচ্ছে। তাই এজন্য কিছু টিপস দেয়া হলঃ
১) প্রথমে দেখে নিন আপনার স্মার্টফোন, ট্যাব কিংবা আইফোনে মোট কতটি অ্যাপ ডাউনলোড করা হয়েছে।
সেটিংস>জেনারেল>অ্যাবাউটে গিয়ে অ্যাপলিকেশন নামক জায়গাটিতে দেখে নিন। অথবা স্মার্টফোন

ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর সেকশনে চেক করতে পারেন কতটি অ্যাপ আপনাদের নামানো হয়েছে।

কিভাবে অ্যাপ সংখ্যা দেখবেন

২) এবার লিস্ট ভালো করে যাচাই করে নিন আপনার কোন কোন অ্যাপটি দরকারী, কোনটি নয়। কারণ, অপ্রয়োজনীয় অনেক অ্যাপ আমরা রেখে
দেই। এদের দ্বারা আমরা কোন কাজ করি না ঠিকই কিন্তু স্মার্টফফোন স্লো হবার পেছনে এসবই দায়ী। তাই যেসব অ্যাপ অপ্রয়োজনীয়, সেগুলো আনইন্সটল করে দিন।
৩) দ্বৈত অ্যাপগুলো ডিলিট করে দিন। আপনার নিশ্চয়ই আবহাওয়া সংক্রান্ত অ্যাপ অনেকগুলো দরকার নেই, কিংবা ৩-৪টি ডিকশনারী।
ডিকশনারী দিয়ে স্মার্টফোনের জায়গা বোঝাই করে রাখাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। দরকারী ও কাজের একটি ডিকশনারী রেখে বাকিগুলো ছাঁটাই করে দিন।

দ্বৈত অ্যাপগুলো হটিয়ে ফেলুন

৪) কোন ব্র্যান্ডের অ্যাপ ডাউনলোড করার আগে তাদের মোবাইল ওয়েব এড্রেসটি একটু ভিজিট করে নিন। বেঁচে যেতে পারে প্রয়োজনীয় কিছু
সময়।
৫) কোন অ্যাপগুলো আপনার দরকার, নিত্যদিনের ব্যবহারে কোন অ্যাপটি আপনি ব্যবহার করতে চান এটি আপনার চাইতে কেউ ভালো জানবে না। তাই যাচাই বাছাই করে অ্যাপ ডাউনলোড করুন। মোবাইলটি স্লো হবে না।

পোস্টটি ভাল লাগলে আমার > MixTuneBD.Com সাইটটিতে একবার ঘুরে আসাৱ অনুৱোধ ৱইল।

4 thoughts on "জেনে নিন এ্যাপের ভারে মোবাইল ভারাক্রান্ত হলে কি করবেন? By Robiul"

  1. SagorSrkian Author says:
    Valo 🙂 → twitter.com/SRKsDuplicate
  2. R.J. Saiful Islam Contributor says:
    Please amaka Fb ta akto knock koran. My fb id . . . Fb.com/helperboysaiful
    Or Apnar id ta dan.
    1. Mohammad Robiul Author Post Creator says:
      fb.com/jrrobixx
    2. R.J. Saiful Islam Contributor says:
      please accept my friend request

Leave a Reply