প্লে-স্টোরে অনেক সময় অ্যাপ
ডাউনলোড
দিতে গেলে সেটা ডাউনলোড
না হয়ে, অথবা অর্ধেক হয়ে বিভিন্ন
Error কোড বা Error ম্যাসেজ দেখায়।
কখনো অ্যাপ্স আপডেট হয় না,
কখনো ডাউনলোড হলেও ইনষ্টল হয় না।
ফলে আমরা অনেক চিন্তার
ভিতরে পড়ে যাই। তবে এখন চিন্তার
কিছু নেই, গুগল প্লে-ষ্টোরের
বিভিন্ন
Error সমস্যার সমাধান নিয়েই আজকের
পোস্ট।
► Play Store Error-49
→ অ্যাপ্স ডাউনলোড অর্ধেক হয়ে বন্ধ
হয়ে যায়।
●► সমাধানঃ এই সমস্যার কারণ
হচ্ছে ফোনে Cache Full হয়ে যাওয়া।
অপ্রয়োজনীয় অ্যাপ্স ও গেমস
এবং ফাইল ডিলেট করে দিন। Recovery
Mode এ গিয়ে Wipe Cache অপশন
সিলেক্ট করে Cache Clear করে, ফোন
চালু করে প্লে-ষ্টোর
থেকে ডাউনলোড করুন।
► Play Store Error-403
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ ফোনে দুইটি গুগল
অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে এরকম
হয়ে থাকে। এক্ষেত্রে একটি Account
ডিলেট করে দিন এবং মূল অ্যাকাউন্ট
দিয়ে গুগল প্লে-স্টোর ওপেন করুন।
এরপর অ্যাপটি প্লে-স্টোর
থেকে ডাউনলোডের চেষ্টা করুন।
► Play Store Error-413
→অ্যাপ্স ডাউনলোড অথবা আপডেট
করা যায় না।
●► সমাধানঃ Proxy ব্যবহার
করলে তা গুগল প্লে-স্টোরের

বিভিন্ন
অপারেশনে সমস্যা করতে পারে।
Settings>Apps>All এ গিয়ে Google
Services এবং Google Play Store অ্যাপ
দুটির Data এবং Cache Clear করে Force
Stop করুন। সেই সাথে ফোনের ডিফল্ট
ব্রাউজারের Cache Clear করুন।
► Play Store Error-491
→অ্যাপ্স ডাউনলোড এবং আপডেট হয়
না।
●► সমাধানঃ Settings>Accounts
থেকে আপনার Google অ্যাকাউন্ট
টি Remove করুন। এবার আপনার ফোন
Restart করে আবার গুগল অ্যাকাউন্ট
দিয়ে Login করুন। এরপর Settings>Apps>All
এ গিয়ে Google Services এর Data Clear
করুন এবং সবশেষে Force Stop করুন।
► Play Store Error-492
→অ্যাপ্স Install করা যায় না।
●► সমাধানঃ Settings>Apps>All এ
গিয়ে Google Services এবং Google Play
Store অ্যাপ দুটির Data এবং Cache Clear
করে Force Stop করুন। এবার কাস্টম
রিকভারি মোডে প্রবেশ করুন। Wipe
Delvik Cache করুন। অথবা, Data Wipe/
Factory Reset করুন।
**নোটঃ- Factory Reset করলে আপনার
ফোনের ডাটা মুছে দিবে। তাই
প্রয়োজনীয় ডাটা ব্যাকাপ
রেখে নিন।
► Play Store Error-919
→অ্যাপ্স ডাউনলোড হয় কিন্তু চালু হয়
না।
●► সমাধানঃ এই সমস্যার কারন,
আপনার
ফোনের আর খালি জায়গা নেই
অর্থাৎ
মেমোরি ফুল। তাই ফোনের
অপ্রয়োজনীয় অ্যাপ্স ও ডাটা (অডিও,
ভিডিও অথবা অন্য কোন বড় ফাইল)
ডিলেট করে দিন।
► Play Store Error-921
→কোন অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ Settings>Apps>All
থেকে Google Play Store অ্যাপের Cache
Clear করুন। এতে কাজ না হলে Play
Store এর Data Clear করুন।
সবশেষে আপনার গুগল
অ্যাকাউন্টটি রিমোভ করে ফোন
রিস্টার্ট দিন এবং পুনরায় গুগল
অ্যাকাউন্ট Login করুন।
**নোটঃ- Data Clear
করলে অ্যাপটিতে আপনার
সেটিংসগুলো Default হয়ে যাবে।
► Play Store Error-923
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ অপর্যাপ্ত Cache Syncing
এর সময়ে Error দেখায়।
এক্ষেত্রে আপনার গুগল অ্যাকাউন্ট
Remove করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপ
ডিলেট করুন। এবার Recovery Mode এ
গিয়ে Wipe Cache করুন।
সবশেষে আপনার গুগল অ্যাকাউন্ট
পুনরায় লগ ইন করুন।
► Play Store Error-927
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ Settings>Apps>All এ
গিয়ে Google Services এবং Play Store
অ্যাপ দুটির Data ও Cache Clear
করে Force Stop করুন। এরপরে প্লে-
ষ্টোর চালু করে ডাউনলোড করার
করুন ফেসবুক আমি

13 thoughts on "Google Play Store এর বিভিন্ন Error এবং সমাধান"

  1. WmArman Contributor says:
    For more information visit:

    mob.synergize.co

  2. MD masum billah Contributor says:
    uc browser diya google giya likhen new play store.apk likhe app ti download kore insistal dilei hobe r kicu kora lagbe 100%
  3. Kawsar1 Contributor says:
    ভাই, আমার সমস্যা হল playstore এর letest version আমার ফোনে কাজ করে না। তাই playstore এর যে version ফোনে দেওয়া ছিল সেটাই রাখতে হয়। কিন্তু যখনই ডাটা কানেকশন অন করি তখনই playstore নিজে থেকে আপডেট হয়ে যায়। ভাই, এই আপডেট বন্ধ করার কোনো উপায় আছে?
    1. Saimur Contributor says:
      apnar phone er naam model bolun
    2. Kawsar1 Contributor says:
      Phone er nam Symphony. Model V49.
  4. Shaheen Uddoula Author says:
    ভাই আমি বুঝছি কি সমস্যা আপনি fb তে আসেন।
    facebook.com/shaheen.uddoula.9
    1. Shaheen Uddoula Author says:
      Apnake and jader problems ase tader
    2. Shaheen Uddoula Author says:
      Vai parbo fb te ashen
  5. Monsi Author Post Creator says:
    Thanks bro
  6. R.J. Saiful Islam Contributor says:
    Vai amaka Tuner banan.
  7. Saimur Contributor says:
    Rana kutar bacca pagol amar post review kore na?
  8. Amir Contributor says:
    আসসালামু আলাইকুম।
    রানা ভাই আমি নিজে চেষ্টা করে ৫ টা পোষ্ট করেছি।কপি করি নাই দেখতে পারেন।নিজে যা পারি তা দিয়ে অন্যকে হেল্প করার চেষ্টা করি।আমাকে ট্রিউনার বানান সবার মাঝে ভালো কিছু শেয়ার করার সুযোগ করে দিন।এমন কিছু করবনা যাতে ট্রিকবিডির অসম্মান হয়।ট্রিউনার বানান পরে আমাকে ভুল মনে হলে ট্রিউনার বাতিল করে দিয়েন।ধন্যবাদ।
  9. Md Shofiul Alam Contributor says:
    ভাই আমার ফোনে Web Tunnel অ্যাপটা install হচ্ছে না,প্লে স্টোর থেকে Download হই কিন্তু হওয়ার পর install হচ্ছে না,App not installed দেখাই,আমি ডাটা ক্লিয়ার করছি রিসেট ও করছি, কোন ভাবেই অই আপ্পটাই install হচ্ছে না,আমি কি করব এখন ভাই সমাধান দেন??

Leave a Reply