শুভ সকাল ট্রিকবিডির সকল সদস্যরা

আশা করি সবাই ভাল আছেন।
আজকে নিয়ে এলাম রুট করার কয়েকটি প্রধান কারন।

তো চলুন শুরু করা যাক


১। প্রি ইন্সটালেড অ্যাপ রিমুভ করা।


সবার ফোনেই কিছু না কিছু অপ্রয়োজনীয় অ্যাপ প্রি ইন্সটালেড করা থাকে। এগুলা রিমুভ করা যায় না। কারন সিস্টেম অ্যাপ হিসেবে থাকে। এগুলো শুধু স্টোরেজ ধরে রাখে না ফোনকে অনেকাংশে স্লো করে দেয়। রুট করে এগুলো অ্যাপ রিমুভ করে দিতে পারেন।

২। ব্যাটারি লাইফ বাড়ানো।


আপনার ফোন যদি কম ব্যাটারি ব্যাকাপ দেয় তবে আপনি ফোন রুট করে ফোনের ব্যাটারি ব্যাকাপ বাড়িয়ে নিতে পারেন।এর জন্য বিভিন্ন অপটিমাইজেশন অ্যাপ আছে।

৩। সবকিছুর ব্যাকাপ


হ্যা, রুট করলে আপনি আপনার ফোনের সবকিছুর ব্যাকাপ নিতে পারবেন। এবং ফোনের কোন সমস্যা হলে নিশ্চিত ভাবে রিস্টোর করতে পারবেন খুব সহজেই। এতে ফ্লাশ করার জন্য কাস্টোমার কেয়ারে যাবার কোন দরকার পরবেনা, ঘরে বসেই ফ্লাশ করতে পারবেন।

৪। অভার ক্লকিং


এই পদ্ধতিতে আপনার ফোনের পারফরমেন্স অনেকাংশেই বাড়াতে পারেন। কারন এরর মাধ্যমে আপনার ফোনের প্রসেসর এর সর্বোচ্চ ব্যবহার করা যায়।

৫। ফাইল পুনঃরুদ্ধার করা


রুটেড ফোনের এটা আরো একটা বাড়তি সুবিধা। আপনার ফোনের ডিলিট করা ফটো গুলো আপনি সহজেই ফেরত পাবেন। ভাগ্য ভাল থাকলে আপনার অন্যান্য ডিলিট করা ফাইলও উদ্ধার করতে পারেন।

৬। ফোন কাস্টোমাইজ


রুটেড ফোন আপনি ইচ্ছামত কাস্টোমাইজ করতে পারবেন। এতে কোন বাধা থাকবেনা। আপনি চাইলে কাস্টোম রম ব্যবহার করে পুরা সিস্টেম চেঞ্জ করে দিতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই এডভান্স ইউজার হতে হবে।

সতর্কতা


এটা সত্য যে রুট করলে ওয়ারেন্টি চলে যায়। কিন্তু সেটা শুধু সফটওয়্যার সমস্যার ক্ষেত্রে। যেমন আপনি ওয়ারেন্টি থাকা অবস্থায় ফোন রুট করেছেন। এখন আপনার ফোনের চার্জার নস্ট হয়ে গেল। এক্ষেত্রে আপনি চার্জার ঠিক করতে গেলে আপনাকে জিজ্ঞেস করা হবে না যে আপনি ফোন রুট করেছেন কি না। কারন এর সাথে ফোন রুট করার কোন সম্পর্ক নেই। কিন্তু যদি আপনি বুট লুপ বা সফটওয়্যার জনিত কোন সমস্যায় পরেন, তখন আপনাকে অবশ্যই রুট নিয়ে জিজ্ঞেস করা হবে। এই ক্ষেত্রে ওয়ারেন্টি কোন কাজে আসবে না।
রুট এক প্রকার পারমিশন যা ফোন যে কোন কিছু করতে দেয়। আর যার হাতে থাকে সে হয় রাজা। তাই রাজা হবার আগে জেনে নিন আপনি এর জন্য উপযুক্ত কি না। এর সুবিধা এবং রিস্ক ঘাড়ে নেবার জন্য প্রস্তুত কি না।


Find me on:


25 thoughts on "[বিস্তারিত] যেসব কারনে আপনি আপনার ফোনটি রুট করবেন। সাথে ওয়ারেন্টি কথন। by SR Suzon"

  1. SR Suzon Author Post Creator says:
    উপর থেকে Profile > Edit Profile এ যান। তারপর সবার নিচে দেখুন ছবি আপলোড করার অপশন আছে। ছবি সিলেক্ট করে Update Profile এ ক্লিক করুন।
  2. SR Suzon Author Post Creator says:
    পোস্ট এ দেখুন
  3. Risun09 Subscriber says:
    কিরে কপিবাজ!!!!
    সকালে উঠ্যাই কপি মাইরা দিলি!!!!!
    ? ? ?
    1. SR Suzon Author Post Creator says:
      ভাই টেকটিউন্সে ঐ পোস্ট আমিই করছি। ভাল করে Author এর নাম আর ছবি দেখুন তারপর পোস্ট এ কমেন্ট করুন।
  4. Mahedi Hasan Khoka Contributor says:
    Symphony V75 root korar proccess ta bolun.
    1. SR Suzon Author Post Creator says:
      kingroot ব্যবহার না করে kingoroot ব্যবহার করুন।
    2. Mahedi Hasan Khoka Contributor says:
      Sob try korsi kaj hoyna. Kingroot, kingoroot,iroot,vroot,360 root,
    3. SR Suzon Author Post Creator says:
      পিসি দিয়ে ট্রাই করুন।
    4. Nayem hasan Author says:
      V75 jodi marsmallow tahole kono apps dia root hbena.youtube e marsmallow kivabe root kre video ace.cwrp dia koiren.
  5. Amir Contributor says:
    প্রি ইন্সটালেড অ্যাপ রিমুভ
    করব কিভাবে?
    1. SR Suzon Author Post Creator says:
      মেসেজ দেখুন
  6. hasan890 Contributor says:
    apner fb link ta diben vai
    1. SR Suzon Author Post Creator says:
      পোস্ট এ দেয়া আছে।
  7. SR Suzon Author Post Creator says:
    আপনি ব্যাকাপ ছাড়াই ফটো রিস্টোর করতে পারবেন
  8. Ahsan Neel Author says:
    Halar Po Hala tui kon Rana re….??tor nam r profile photo Rana vi er moto lagaico???
    1. Ahsan Neel Author says:
      Vi Root kore Onek kicu Upgarde kora jai ja Root chara possible na…R sob theke Boro kotha holo Root er Maddome apni Eccha korle [Obb] file system a Micorosoft Windows er Moto windows niite parven

      but Handset ter Ram 2 up hote hobe

  9. Ahsan Neel Author says:
    Abar Rana er sate Rana bro chodaico??
  10. Ahsan Neel Author says:
    akhane apnar Mobile er song appss photo backup er kotha bola hoynai….akhane apnar stock rom Backup korar or Restore er kotha bola hoice
  11. Ahsan Neel Author says:
    apnar mone na chaile apni Root korienna…but ai trickbd 98% member ra Root kore tara moja lowar jonno???naki
  12. tamimhassansanto Contributor says:
    vai ami to unroot korlam..akhn ki warrenty te nibe….amar phn a custom rom install korte giye software pore giyesilo. akhn camera soho onek app a kaj korse na…ai ta thik kore dibe….
  13. os prince Ashraf Contributor says:
    যত্তসব কম্মেন্ট দেখলাম আনরুট ইউসারদের,

    ভাই, স্কুল এক্সাম এর রেসালটের পর যখন একটি ছাত্র দেখে যে সে গোল্ডেন এ+ পেয়েছে যে তার জন্য সব কলেজের দর্জা খোলা তখন সেই সুবিধা কি বা খুশি কি একজন ২.০০ করা ছাত্র বোঝবে??

    রুট ও তেমনি রুট মানেই একটি এন্ড্রয়েড ফোনের সব দর্জা খোলা আর সেটি একমাত্র একজন এন্ড্রয়েড রুট ইউজারি বোঝবে।

    1. SR Suzon Author Post Creator says:
      একদম ঠিক কথা। থ্যানক্স, বোঝার জন্য
    2. os prince Ashraf Contributor says:
      Welcome… bro… amar use er 60% app root available

Leave a Reply