আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন! আশা করি ভাল আছেন। ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালই থাকে। টিউনার হওয়ার পর ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোষ্ট। যাই হোক কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।
কিছু ভাল ব্রান্ডের এন্ড্রয়েড
মোবাইলে যদিও ফন্ট পরিবর্তন করা
যায় কিন্তু বেশীরভাগ কম দামি
এন্ড্রয়েড মোবাইল গুলিতে ডিফল্ট
ফন্ট পরিবর্তন করার কোন অপশন
থাকে না। কাজেই দেখা যায় এক
রকমের ফন্ট দেখতে দেখতে একসময়
বিরক্ত লেগে যায়।
এসব মোবাইলের ফন্ট পরিবর্তন করতে হলে ফোন রুট করার প্রয়োজন হয়। কিন্তু রুট করলে ফোন ব্রিকসহ নানা সমস্যা হয়। একারনে অনেকে ফোন রুট করে না। তাই তারা ফন্ট পরিবর্তন করতে পারে না।
আজ আমি এমন একটি ট্রিক শেয়ার করব যার মাধ্যমে symphony মোবাইল রুট ছাড়াও ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে পারবেন।যেভাবে ফন্ট পরিবর্তন করবেন:
প্রথমেই প্লে-স্টোর থেকে আই ফন্ট এপসটি ডাউনলোড করে নিন।
এরপর আই ফন্ট এপস থেকে আপনার পছন্দের ফন্ট ডাউনলোড করুন।
এরপর মেমরি কার্ডে দেখুন ifont নামে একটি ফ্লোডার তৈরি হয়েছে।
এই ফ্লোডারের মধ্যে অনেক গুলো ফ্লোডার রয়েছে। এই ফাইল গুলোর মধ্যেই আপনার ডাউনলোড করা ফন্ট রয়েছে
এবার সেটিং-এ গিয়ে ডিসপ্লে তে ঢুকুন।
নিচে দেখুন ফন্ট নামে একটি সেটিং আছে। সেটায় ঢুকুন।
মেনুবার-এ ক্লিক করুন।
এড ফন্ট নামক অপশনে ক্লিক করুন।
sd card সিলেক্ট করুন।
ifont ফ্লোডার বেছে নিন।
cache-এ ঢুকুন।
পছন্দমত ফ্লোডার বেছে নিন।
এবার এখান থেকে আপনার ফন্ট পছন্দ করুন(যেমন আমি বেছে নিলাম chocochoky)। এবং এর উপর ক্লিক করুন।
ফন্ট এড হয়ে গেলে আপনি ইউজার ফন্ট-এ আপনার এড করা ফন্ট দেখতে পারবেন। এর উপর ক্লিক করুন।
ওকে দিন।
ব্যস কাজ শেষ।
এবার দেখুন ফন্ট পালটে গেছে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবসময় প্রযুক্তির সাথে থাকবেন। ট্রিকবিডির সাথে থাকবেন।
kingroot দিয়ে রুট করলে সেট বারবার বন্ধ হয়ে যায়,,, এখন কি করবো, প্লিজ হেল্প করেন,????
আপডেড দিবো কি ভাবে,,,প্লিজ হেল্প
করেন,,,,,???? আমার symphony h120.
ধন্যবাদ আপনাকে।
কারন, এর আগে ফন্ট ইন্সটল দিতে গিয়ে দুইবার মোবাইল ব্রিক করেছে…..