আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন! আশা করি ভাল আছেন। ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালই থাকে। টিউনার হওয়ার পর ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোষ্ট। যাই হোক কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।

কিছু ভাল ব্রান্ডের এন্ড্রয়েড
মোবাইলে যদিও ফন্ট পরিবর্তন করা
যায় কিন্তু বেশীরভাগ কম দামি
এন্ড্রয়েড মোবাইল গুলিতে ডিফল্ট
ফন্ট পরিবর্তন করার কোন অপশন
থাকে না। কাজেই দেখা যায় এক
রকমের ফন্ট দেখতে দেখতে একসময়
বিরক্ত লেগে যায়।

এসব মোবাইলের ফন্ট পরিবর্তন করতে হলে ফোন রুট করার প্রয়োজন হয়। কিন্তু রুট করলে ফোন ব্রিকসহ নানা সমস্যা হয়। একারনে অনেকে ফোন রুট করে না। তাই তারা ফন্ট পরিবর্তন করতে পারে না।

আজ আমি এমন একটি ট্রিক শেয়ার করব যার মাধ্যমে symphony মোবাইল রুট ছাড়াও ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে পারবেন।

যেভাবে ফন্ট পরিবর্তন করবেন:


প্রথমেই প্লে-স্টোর থেকে আই ফন্ট এপসটি ডাউনলোড করে নিন।

এরপর আই ফন্ট এপস থেকে আপনার পছন্দের ফন্ট ডাউনলোড করুন।
এরপর মেমরি কার্ডে দেখুন ifont নামে একটি ফ্লোডার তৈরি হয়েছে।

ifont ফ্লোডারের মধ্যে দেখুন cache নামে ফ্লোডার তৈরি হয়েছে।

এই ফ্লোডারের মধ্যে অনেক গুলো ফ্লোডার রয়েছে। এই ফাইল গুলোর মধ্যেই আপনার ডাউনলোড করা ফন্ট রয়েছে

এবার সেটিং-এ গিয়ে ডিসপ্লে তে ঢুকুন।

নিচে দেখুন ফন্ট নামে একটি সেটিং আছে। সেটায় ঢুকুন।

মেনুবার-এ ক্লিক করুন।

এড ফন্ট নামক অপশনে ক্লিক করুন।

sd card সিলেক্ট করুন।

ifont ফ্লোডার বেছে নিন।

cache-এ ঢুকুন।

পছন্দমত ফ্লোডার বেছে নিন।

এবার এখান থেকে আপনার ফন্ট পছন্দ করুন(যেমন আমি বেছে নিলাম chocochoky)। এবং এর উপর ক্লিক করুন।

ফন্ট এড হয়ে গেলে আপনি ইউজার ফন্ট-এ আপনার এড করা ফন্ট দেখতে পারবেন। এর উপর ক্লিক করুন।

ওকে দিন।

ব্যস কাজ শেষ।
এবার দেখুন ফন্ট পালটে গেছে।

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবসময় প্রযুক্তির সাথে থাকবেন। ট্রিকবিডির সাথে থাকবেন।

Find me on Facebook

36 thoughts on "রুট ছাড়াই সিম্ফনি মোবাইলের ডিফল্ট ফন্ট পরিবর্তন করুন [with screenshot]"

  1. Mehadi Hasan Mehadi Author says:
    ভাই সিম্ফনি H150 তে তো ডিস্পেলে অপশনে ফন্ট নামে কোন অপশন ই নাই আর আসেও না তাহলে ক্যামনে কি করার বলেন তো
    1. Arafat Author Post Creator says:
      ভালো করে দেখুন ভাই।
  2. SHT PRO Contributor says:
    sorry bro it works only on symphony phone with custom build ui like symphony explorer e79.
    1. Arafat Author Post Creator says:
      আমারটা e55
  3. simanta singha Author says:
    Arafat apni ai post ta koresen but kicho limitation ase karon symphony r sob device a display arokom font ar option nai . option na thakle root lagbey . r option thakle jane na amon kono gadha nai j font change kora jai j Jane na .
    1. Arafat Author Post Creator says:
      আমারটাতে এই অপশন আছে। কিন্তু আমার ফোন রুট করা না।
    2. Mehadi Hasan Mehadi Author says:
      Simanta ভাই সত্য কথা বলছেন কিছু কিছু ডিভাইছে এটা আছে কিছু কিছু তে নাই কিন্তু উনি পোস্টের টাইটেলে এবং টিউনে ভুল করছে
  4. nk tanim Contributor says:
    ভাই আমার স্মপনি H 120 কি ভাবে রুট করবো,,,???

    kingroot দিয়ে রুট করলে সেট বারবার বন্ধ হয়ে যায়,,, এখন কি করবো, প্লিজ হেল্প করেন,????

    1. simanta singha Author says:
      xda developer ar kingroot use koren phone restart nebe na.
  5. @ishan Subscriber says:
    যে রাউটারে পাসওয়াড্ হ্যাক করে চালাতাম সে রাউটারের এডমিন বদলিয়ে দিছে/এখন আমি কীভাবে পাসওয়াড্ দেখবো।কোন আনরুট অ্যাপ আপনার জানা আছে?
  6. mobidul Contributor says:
    amar h60 font option I nai.kintu front size option ace
  7. asad_shafiq Contributor says:
    brother ami jodi English font change kori tobe bangla font change hoy na eksathe 2 ta font a change kora jabe emon kono system thakle janaben plz
  8. Kholamon4 Contributor says:
    খেয়ে কাজ নাই!
  9. Md Sajid Contributor says:
    nice arafat keep it up
    1. Arafat Author Post Creator says:
      সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। #saijid
  10. Amirul Contributor says:
    vai Symphony w68Q hoi na to???
  11. nk tanim Contributor says:
    ভাই আমি রুট করেছি, এখন আমার ললিপপে মারসালো
    আপডেড দিবো কি ভাবে,,,প্লিজ হেল্প
    করেন,,,,,???? আমার symphony h120.
    1. Arafat Author Post Creator says:
      এ বিষয়ে টিউন করা আছে। আপনি খুজে দেখুন। #tanim
  12. shihab Subscriber says:
    ভাই ভুল বললেন তো।সব ফোনে থাকে না।আপনি মিয়া টাইটেল ই ভুল দিছেন।আগে টাইটেল দেওয়া শিখুন তারপরে পোস্ট করেন 🙂
    1. Arafat Author Post Creator says:
      সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। #tasnim
    1. Arafat Author Post Creator says:
      সুন্দর কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। #sumon
  13. Fahim Contributor says:
    খুভ সুন্দর পোষ্ট করেছেন।
    ধন্যবাদ আপনাকে।
    1. Arafat Author Post Creator says:
      সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। #fahim
  14. Fahim Contributor says:
    আপনাকে স্বাগতম।।
  15. SagorSrkian Author says:
    আপনি দারুন লিখসেন তবে আপনার অন্যান্য ফোন ঘাটাঘাটি করা উচিৎ ছিলো। সবার ফোনে এ অপশন থাকে না।
    1. Arafat Author Post Creator says:
      আপনি কি ফোন ইউজ করেন? #sagor
    2. SagorSrkian Author says:
      Symphony V46
  16. mahamud79 Contributor says:
    bro H175 e ki hobe?
  17. ভাইজান আমার ফোন এ হয়না আমার ফোন এর মডেল হল HUAWEI Y635-L21 হয় না কেন
    1. Arafat Author Post Creator says:
      আগে পোষ্টের টাইটেল দেখুন। #হারুন
  18. Rifat al hasan Contributor says:
    মোবাইল ব্রিক করার কোনো সম্ভাবনা আছে…..?…..
    কারন, এর আগে ফন্ট ইন্সটল দিতে গিয়ে দুইবার মোবাইল ব্রিক করেছে…..
    1. Arafat Author Post Creator says:
      আপনার ফোনে এই অপশন থাকলে সেট ব্রিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।
  19. khokon53 Contributor says:
    ভাই অামি যতদূর জানি, স্যাংসাম ছাড়া অার কোন ফোনেই এই অপসন নাই

Leave a Reply