আস্সামুআলাইকুম সবাই কেমন আছেন আজ একটা ভিন্ন ধরনের পোষ্ট নিয়া আইলাম একদম মন দিয়ে পড়বেন. Okey?
। গুগল প্লে-স্টোর এ অনেক সময়
অ্যাপ
ডাউনলোড দিতে গেলে
সেটা ডাউনলোড না হয়ে,
অথবা অর্ধেক হয়ে বিভিন্ন Error
কোড
বা Error ম্যাসেজ দেখায়।
কখনো অ্যাপ
আপডেট হয় না, কখনো
ডাউনলোড হলেও
ইনষ্টল হয় না। ফলে আমরা অনেক
চিন্তার
ভিতরে পড়ে যাই। তবে এখন
চিন্তার কিছু নেই,
গুগল প্লে-ষ্টোর এ বিভিন্ন Error
সমস্যার
সমাধান নিয়েই আজকের পোস্ট।
► গুগল প্লে-স্টোর Error-49
→ অ্যাপ ডাউনলোড অর্ধেক
হয়ে বন্ধ হয়ে যায়।
●► সমাধানঃ এই সমস্যার কারণ
হচ্ছে ফোনে Cache Full হয়ে
যাওয়া।
অপ্রয়োজনীয় অ্যাপ্স ও গেমস
এবং ফাইল
ডিলেট করে দিন। Recovery Mode এ
গিয়ে Wipe Cache অপশন সিলেক্ট
করে Cache Clear করে, ফোন চালু
করে প্লে-
ষ্টোর থেকে ডাউনলোড করুন।
► Play Store Error-403
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ ফোনে দুইটি গুগল
অ্যাকাউন্ট
ব্যবহার করার ফলে এরকম হয়ে
থাকে।
এক্ষেত্রে একটি Account ডিলেট
করে দিন
এবং মূল অ্যাকাউন্ট দিয়ে গুগল
প্লে-স্টোর
ওপেন করুন। এরপর অ্যাপটি প্লে-
স্টোর
থেকে ডাউনলোডের চেষ্টা
করুন।
→অ্যাপ ডাউনলোড অথবা
আপডেট করা যায়
না।
●► সমাধানঃ Proxy ব্যবহার করলে
তা গুগল
প্লে-স্টোরের বিভিন্ন
অপারেশনে সমস্যা করতে
পারে।
Settings>Apps>All এ গিয়ে Google
Services এবং Google Play Store অ্যাপ
দুটির Data এবং Cache Clear করে Force
Stop করুন। সেই সাথে ফোনের
ডিফল্ট
ব্রাউজারের Cache Clear করুন।
► Play Store Error-491
→অ্যাপ ডাউনলোড এবং
আপডেট হয় না।
●► সমাধানঃ Settings>Accounts
থেকে আপনার Google অ্যাকাউন্ট
টি Remove করুন। এবার আপনার ফোন
Restart করে আবার গুগল অ্যাকাউন্ট
দিয়ে Login করুন। এরপর Settings>Apps>All
এ গিয়ে Google Services এর Data Clear
করুন এবং সবশেষে Force Stop করুন।
► Play Store Error-492
→অ্যাপ্স Install করা যায় না।
●► সমাধানঃ Settings>Apps>All এ
গিয়ে Google Services এবং Google Play
Store অ্যাপ দুটির Data এবং Cache Clear
করে Force Stop করুন। এবার কাস্টম
রিকভারি মোডে প্রবেশ করুন।
Wipe Delvik
Cache করুন। অথবা, Data Wipe/Factory
Reset করুন।
**নোটঃ- Factory Reset করলে আপনার
ফোনের ডাটা মুছে দিবে।
তাই প্রয়োজনীয়
ডাটা ব্যাকাপ রেখে নিন।
► Play Store Error-919
→অ্যাপ্স ডাউনলোড হয় কিন্তু
চালু হয় না।
●► সমাধানঃ এই সমস্যার কারন,
আপনার
ফোনের আর খালি জায়গা
নেই অর্থাৎ
মেমোরি ফুল। তাই ফোনের
অপ্রয়োজনীয়
অ্যাপ ও ডাটা (অডিও, ভিডিও
বড় ফাইল) ডিলেট করে দিন।
► Play Store Error-921
→কোন অ্যাপ ডাউনলোড হয় না।
●► সমাধানঃ Settings>Apps>All
থেকে Google Play Store অ্যাপের
Cache
Clear করুন। এতে কাজ না হলে Play
Store এর
Data Clear করুন। সবশেষে আপনার
গুগল
অ্যাকাউন্টটি রিমোভ করে
ফোন রিস্টার্ট দিন
এবং পুনরায় গুগল অ্যাকাউন্ট Login
করুন।
**নোটঃ- Data Clear
করলে অ্যাপটিতে আপনার
সেটিংসগুলো Default হয়ে যাবে।
► Play Store Error-923
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ অপর্যাপ্ত Cache Syncing
এর
সময়ে Error দেখায়। এক্ষেত্রে
আপনার গুগল
অ্যাকাউন্ট Remove করুন এবং
অপ্রয়োজনীয়
অ্যাপ ডিলেট করুন। এবার Recovery
Mode এ
গিয়ে Wipe Cache করুন। সবশেষে
আপনার গুগল
অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করুন।
► Play Store Error-927
→অ্যাপ্স ডাউনলোড হয় না।
●► সমাধানঃ Settings>Apps>All এ
গিয়ে Google Services এবং Play Store
অ্যাপ দুটির Data ও Cache Clear করে
Force
Stop করুন। এরপরে প্লে-ষ্টোর চালু
করে যা ডাউনলোড করার করুন।
vai amr post gula dekhun? please
rana vai email er sara nai keno???
rana vai shadin vai please amr post gula dekhun asha kori valo lagbe..please reply din…
amar phn er playstore e download 100% howar por onek time (majhe majhe 4/5 ghonta) atke thake tarpor installing hoy … any sollution ?
symphony v55
facebook.com/shaheen.uddoula.9
Fb the acho help korbo
Error while retrieving information from server [RH-01] er somadan ki?
আর এটা ফোন রিভুট দিয়ে ডাটা কিচে রিমুভ করলে নিউ প্লেস্টর সাইন ইন করলেই এটার সমাধান হবে