আসসালামু আলাইকুম!
আজ আমি আমার দ্বিতীয় টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
গ্রামীনফোন “মাই জিপি” এপ টা আনার পর থেকে নানা রকমের সুবিধা দিয়ে যাচ্ছে। কিন্তু নতুন আপডেটে একটা বিশেষ সুবিধা এনেছে, যা হয়তো আপনাদের সবার অনেক ভালো লাগবে।
আমরা ব্যালেন্স দেখার জন্য অনেকেই অনেক ডায়াল করে দেখি। এতে অনেক ঝামেলা হয়। কিন্তু এইবার আপনি আপনার Screen Widget থেকেই Balance Update দেখতে পারবেন। এজন্য আপনার নেট কানেকশন অন থাকতে হবে। কিন্তু কোনো টাকা এম্বি কাটবেনা এই এপ ব্যবহার করলে আগেই বলে রাখলাম।
তো শুরুতেই MY GP এপ টা ডাউনলোড করে নেই। যদি আপনার ফোনে আগে থেকেই MY GP এপ টা থাকে তাহলে এই লিংক থেকে আপডেট ভার্সন টা ডাউনলোড করুন।
অথবা Play Store থেকে ডাউনলোড করুন।
এখন আপনার ফোনের হোমস্ক্রিনের মেনু থেকে “Widget” অপশনে যান। নিচের Screenshot এর মত।
এর পরে “My GP 4×1” নামের Widget টা খুঁজে বের করুন।
তারপর সেটার উপর চাপ দিয়ে ধরে হোমস্ক্রিনের যেকোনো জায়গায় ছেড়ে দিন।
এভাবে নেট কানেকশন চালু করে রিলোড আইকনে ক্লিক করেই ব্যালেন্স এবং কত এম্বি আছে তা দেখতে পারবেন।
[বিঃদ্রঃ Background Data Restricted ON থাকলে Widget টা কাজ করবে না। এর জন্য OFF রাখতে হবে।]
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। টিউনটি ভালো লাগলে কমেন্টে জানাবেন।
apnI onno karo help nen
hmm latest version lagbe