অনেকে হয়ত বিষয়টি জানেন। তবে যারা জানেন না,তাদের উদ্দেশ্যেই আমার এই টিউন।
টিউনটি সর্বোচ্চ মানসম্মত করবার চেষ্টা করেছি।আমার টিউনটি Symphony মোবাইল অনুসারে তৈরি করা হলেও সব মোবাইলেই প্রায় একই ভাবে করা যায়।
Lock Screen এ আপনার ইনফরমেশন দেখানোর জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:-
Step1:
প্রথমে আপনার মোবাইলের Settings এ যান।Step2:
এবার Security অপশনটি Select করুন।Step1:
এইবার Owner Info ক্লিক করে অন করুন এবং আপনার ইনফরমেশন লিখুন।সবকিছু ঠিকঠাক করতে পারলে এরকম সো করবে এবং বাম থেকে ডানে স্লাইড করবে।
Valentine’s day উপলক্ষে Facebook এর কাভার ফটো পরিবর্তন করতে এই ছবিটি মডিফাই করে ব্যবহার করতে পারেন।(Made With Picsart)
আমারটা
ধন্যবাদ। কোন ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার ফেসবুক পেজ: Gp WT Codes And Offers
22 thoughts on "[Hot]ফোনের লকস্ক্রিনে আপনার তথ্য সেট করুন এবং দেখান(Animated)"