আজকে আমি আপনাদের মাজে ২য়
পোস্টটি শেয়ার করলাম সেটি হল, সনি
বাজারে আনছে জেড৩ কমপ্যাক্ট।
বার্লিনে আইএফএ ২০১৪ ইভেন্টে
একাধিক নতুন ডিভাইস বাজারে আনার
ঘোষণা দিয়েছে সনি। এর মধ্যে
রয়েছে এক্সপেরিয়া জেড৩ ও জেড৩
কমপ্যাক্ট। ইতোমধ্যেই আমরা
এক্সপেরিয়া জেড৩ স্মার্টফোন
সম্পর্কে জেনেছি। এবার চলুন দেখি
জেড৩ কমপ্যাক্ট কী নিয়ে।
এক্সপেরিয়া জেড থ্রি কমপ্যাক্টে
প্রায় Z3 এর মতই স্পেসিফিকেশন দেয়া
১২৯ গ্রাম ওজনের এক্সপেরিয়া জেড৩
কমপ্যাক্ট ফোনে থাকছে ৪.৬ ইঞ্চি
এইচডি (১২৮০ x ৭২০পি) স্ক্রিন, এন্ড্রয়েড
৪.৪ কিটক্যাট ওএস, স্ন্যাপড্রাগন ২.৫
গিগাহার্টজ কোয়ালকম কোয়াডকোর
প্রসেসর, এড্রিনো ৩৩০ জিপিইউ,
২জিবি র্যাম, ১৬জিবি পর্যন্ত ফ্ল্যাশ
মেমোরি, ১২৮জিবি পর্যন্ত
মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ব্লুটুথ,
এনএফসি, ফোরজি, ওয়াইফাই, জিপিএস,
২৬০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
সনি এক্সপেরিয়া জেড৩ কমপ্যাক্ট
স্মার্টফোন পানিরোধী ও ধূলাময়লা
প্রতিরোধক বলেই জানিয়েছে এর
নির্মাতা। এতে আরও থাকছে ২০.৭
মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক
ক্যামেরা। এটি প্লেস্টেশন ৪ ভিডিও
গেমিং কনসোলের গেমস লাইভ স্ট্রিম
করতে পারে।
ami hobo
fb.com/akasdavraz94