আসসালামু আলাইকুম!
আজ আমি আমার ১০ম টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আজকে আমি যে বিষয় টা নিয়ে আলোচনা করবো সেটা হল কিভাবে খুব সহজেই অপেরা মিনিতে ফ্রিতে গুগোল ব্যবহার করবেন সার্চ বার এ যুক্ত করে। আমি জানি এই পোস্ট টা আরো আগে ট্রিকবিডিতে হইছে, কিন্তু এটাই অন্য টাইপের।
এই ট্রিকটা যাদের সিমে ফ্রি বেসিক সাপোর্ট করে শুধুমাত্র তাদের জন্য
আমি প্রত্যেকটা ধাপ স্ক্রিনশট এর মাধ্যমে বুঝিয়ে দিবো। আশা করি সমস্যা হবে না।
প্রথমেই অপেরা মিনি অন করুন। আমি মনে করি আপনাদের সবার ফোনেই অপেরা আছে। তাই ডাউনলোড লিংক দিলাম না।
এখন নিচের ধাপগুলো ফলো করুনঃ
১.
প্রথমে https://http-www-google-com.0.freebasics.com/ লিংকে যান।
২. Google পেইজের ফাকা বক্সটার মধ্যে চাপ দিয়ে ধরলে কয়েকটা অপশন আসবে। এখানে Add Search Engine সিলেক্ট করুন
৩. তারপর যেকোনো একটা নাম দিয়ে (স্ক্রিনশট এর মত) Done এ ক্লিক করুন
৪. তারপর চিহ্নিত সার্চ বারে যান
৫. এখন চিহ্নিত স্থানে যান
৬. একটু আগে যে Free Google নামে একটা অপশন এড করছিলাম। সেটা সিলেক্ট করুন।
৭. এখন এই ফ্রি সাইট আপনার সার্চ ইঞ্জিন হিসেবে এড হল। এখন যেকোন সময় এখানেই সার্চ দিতে পারবেন।
আমি সবসময় সহজভাবে স্ক্রিনশট এড করে টিউন করি যাতে সবাই বুঝতে পারেন।
টিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।
ভাই আমি টিউনার হতে চাই plz কেউ টিউনার করুন।
Problem solved