আমার সবচেয়ে বিরক্ত তখন লাগে যখন মোবাইলের মেমরি ফুল দেখায়।
তারচেয়েও বিরক্ত লাগে যখন মেমোরি খালি করতে কোনো ফাইল খুঁজে পাই না ডিলিট করতে।
তাই ঘাটাঘাটি করতে করতে একটা ট্রিক বের করলাম যা আপনাদের কাজে লাগতে পারে।

যা যা লাগবে


#একটি মোবাইল ফোন আন্ড্রইড।
#Es File Manager বা অন্য কোনো ফাস্ট ফাইল মেনেজার।
#সুন্দর মনমানসিকতা।
#ব্রেইন।

কাজের আগে কিছু কথা


#যারা আগে থেকে জানেন তারা ১০০ হাত দূরে থাকুন।
#যারা জানেনা তারা জানতে চেষ্টা করুন।
#না বুজলে কমেন্ট করুন।

কাজের ধারা


#প্রথমে Es File Manager ওপেন করুন এবং সার্চ বক্স এ জান।
#সার্চ বক্স এ গিয়ে লিখুন…………
১) cache
২) data
৩) thumb
৪) thumbnail
#সবগোলো একসাথে লিখবেন না আলাদা আলদা লিখবেন এবং সার্চ দিবেন।

#তারপরে অল ফাইল সিলেক্ট করে ডিলিট দিবেন।

#এইসব ফাইলের আপনার দরকার নাই তাই ডিলিট করে মেমোরি খালি করুন।
#যারা আগে করেন নাই তাদের অনেক জায়গা খালি হতে পারে।

আপনাদের জন্য


#আজেবাজে কমেন্টের মাধ্যমে আমার মাথা গরম করার চেষ্টা করবেন না।
#আপনি বলতে পারেন এইসব ত পাগলেও জানে। (আগেই বলছি জানলে ১০০ হাত দূরে থাকুন)
#আপনি বলতে পারেন clean master / phone booster এইসব আজাইরা অ্যাপ ত এম্নিতেই এইসব ফাইল ক্লিন করে।
ক্লিন করলে করতে পারে। কিন্তু এর আশায় আপনার রেমের ত বারোটা বাজাইতাছেন।
আর আমার জানা মতে কোনো অ্যাপ দেখি নাই যেকিনা Thumb ক্লিন করে।
# এইসব অ্যাপ দিয়ে ক্লিন করার পরেউ আমার উপায়ে ক্লিন করতে গিয়ে দেখি অনেক জানক ফাইল থেকে গেছে।
#যাদের Automatic ক্লিন এর অভ্যাস আছে তারা করতে পারেন আপনাদের উপায়ে।
#রম ইন্সটল দেয়ার ১ মাস পরে আমি এইভাবে ক্লিন করতে গিয়ে দেখি ৭৫০ এম্বি প্লাস ফাইল ডিলিট হচ্ছে।
#এইভাবে করতে আপনাদের সমস্যা থাকলে কইরেন না।
#এই কাজটা তখনি করি আমি যখন ফোন এ জায়গা থাকে না এবং জায়গা করার জন্য কোনো ফাইল ডিলিট করতে খুজে পায় না।
#ভাল থাকবেন ওকে বাই।

7 thoughts on "[NO ROOT] আপনার মেমোরি ৩০০এমবি থেকে ১ জিবি খালি করুন কোনো প্রয়োজনীয় ফাইল ডিলিট না করে [by YASIR-YCS]"

  1. SAIKAT Contributor says:
    Gooood ?
  2. Jewel Shikder Jony Author says:
    ? ES File Explorer Pro lagle, contact me on facebook.com/jewelshkjony
  3. Rahulkhan Contributor says:
    রানা amr kiso coment o moderation er jonno dise
  4. Sakib+Rifat Contributor says:
    aida kono post hoylo
    1. YASIR-YCS Author Post Creator says:
      আপনার পোস্ট গোলোর চেয়ে কিছুটা হলেও ভাল
    2. Sakib+Rifat Contributor says:
      Amar post ar thake onek nise aso,,,,,,,,,,ai gula post

Leave a Reply