আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে। অতিরিক্ত কথা না বলে এবার কাজের কথায় আসি।

আজকে আমরা চার্জের পার্সেন্টিজ যোগ করব। অর্থাৎ চার্জ কত ‘%’ আছে তা যোগ করব।[b]

আগে দেখে নিন আমার ফোনে চার্জ কত % আছে তা নেই।
[img id=274167]
[h2]যেভাবে % যোগ করবেন:[/h2]
প্রথমে সেটিংস-এ গিয়ে Battery-তে ঢুকুন।
[img id=274168]

Battery Percentage-এ টিক দিন।
[img id=274169]
এবার দেখুন আপনার চার্জ কত টুকু আছে তা %-এ লেখা আছে।

আজকের মত বিদায় নিলাম। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল হলে ক্ষমা করবেন।

[b]Find me on Facebook

2 thoughts on "আপনার ফোনে চার্জের পার্সেন্টিজ(%) যোগ করুন কোনো সফটওয়্যার ছাড়াই"

  1. SagorSrkian Author says:
    ভাইয়া একটু Flashlight ON করা শিখাবেন?
  2. Mushfiqur Rahman Taufiq Contributor says:
    vai symphoni p6 a to battery percenteg on korar kono option nai…
    taile kamne ki kormu?

Leave a Reply