আমি trickbd তে এই পোস্ট কখন ও দেখি নি।তাই এই পোস্ট টি করলাম।

কাজের কথাতে আশি।

ধরুন,আপনার বন্ধুর কম্পিউটার এ কিছু সমস্যা হচ্ছে।আপনার কম্পিউটার সমন্দদে ভাল আইডিআ আছে। আপনি আপনার বন্ধুর থেকে অনেক দূরে। তখন আপনি কি করবেন। আমি বলে দিচ্ছি..একদম সহজ ৫ মিনি লাগবে নাহ আপনি আপনার বন্ধু কে হেল্প করতে পারবেন।

step..1 আপনার বন্ধুকে বলবেন https://anydesk.com/download এই link থেকে software টি ডাওনলোড করতে এবং কম্পিউটার এ setup করতে।
step..2 setup দেয়ার পর ওপেন করতে বলবেন।ওপেন করলে অই খানে cord দেয়া থাকবে। বি:দ্র:cord তা নাম্বার ও হতে পারে আবার কম্পিউটার উসার এর নাম ও থাকতে পারে।
step..3 আপনি আপনার Android দিয়ে play stor থেকে anydesk search করে অ্যাপ টা নামিয়ে নিবেন।

step..4 আপনি আপনার অ্যাপ এ ডুকলে please enter the address of the remote desk

এইটার নিচে step 2 যে cord টি আপনাকে এসএমএস করে পাঠিয়েছ অই cord টি দিবেন দিয়ে connection a click করুন আর ১০ সেকেন্ড পর আপনার বন্ধুর কম্পিউটার এ any desk a (I trust)এ click করতে বলবেন বেস আপনার বন্ধুর কাজ সেস।এখন আপনার বন্দু যে সমস্যাই ভুগছেন সেয় সমস্যার সমাধান করে দিন।

এটা সম্পূর্ণ আমার নিজের লিখা একটি পোস্ট।

One thought on "Android mobile দিয়ে ঘরে বসেই আপনার থেকে দূরে থাকা বন্ধুর কম্পিউটার এর যেকুনো সমস্যারর সমাধান করে দিন।"

  1. loginsagar Contributor Post Creator says:
    no one comment

Leave a Reply