যাদের Android ফোনের RAM এর অভাব/কম, তাদের জন্য কয়টা গুরুত্বপূর্ণ টিপস।



আশা করি সবাই ভাল আছেন?
আজকে আমি হাজির হইলাম Android User
দের RAM সমস্যা সমধানের
কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে…..!!



তো শুরু করা যাক তাহলে→

১। “Memory Usage” নামে অ্যাপ
টি ডাউনলোড করেন Play Store থেকে।
২। কে কতটুকু RAM দখল
করে আসে এইটা নোট করেন।
৩। যেই অ্যাপ গুলা দরকার নাই
সেগুলা ডিলিট করে দেন, ডিলিট
করতে না চাইলে, সেটিং এ
যান, অ্যাপ ম্যানেজার এ যান, ওই অ্যাপ
গুলা তে ক্লিক করেন, এর পর”Disable” করেন
ও “Notification” তুলে দেন।
৪। সেটিং থেকে, ডেভেলপার অপশন এ

যান, নিচে “Limit
Background Process” পাবেন, ওখান এ
সিলেক্ট করেন -“Limit Background Process To
MAX 4″ (কিছু গেম সমস্যা করতে পারেন,
তখন
এইটা ‘Standard” করে দিবেন, খেলা শেষ
এ আবার লিমিট করে দিবেন)
৫। মার্কেট থেকে “Android Assistant (18
Features)” ডাউনলোড
করেন, টুলস এ গেলে, স্টার্টআপ মেনু
পাবেন, স্টার্টআপ থেকে অপ্রয়জনিয়
অ্যাপ গুলা উঠায় দেন।
৬। ৯৯% ইউজার “FACEBOOK” অ্যাপ টা ব্যবহার
করেন, যেটা একা ৭০MB দখল করে ! এই
“Facebook” অ্যাপ
টা ডিলিট করে দেন, Mozilla Firefox/ Google
Chrome দিয়ে Facebook এ
যান ও শর্টকাট বুকমার্ক
হোমে এনে রাখেন, একদম অ্যাপ এর মত
কাজ করে, কিন্তু “RAM”
যাবে না, “ROM” এ ৭০MB, যাবে।
৭। ওয়াল এ সব “Widget” কম বেশি 25MB
করে ব্যবহার করে, তাই যত কম Widget তত
বেশি RAM…!!
৮। GO Launcher EX
ব্যবহার করতে পারেন, এইটা অনেক কম RAM
ব্যবহার করে।
৯। মার্কেট থেকে অনেকে RAM BOOSTER
জাতীয় অ্যাপ ডাউনলোড করেন ও
হোমে এ
“1 Click Boost” “1 Click Clean” এই টাইপ Widget
ব্যবহার করেন, কিন্তুএই জিনিষ নিজেই
অনেক RAM ব্যবহার করে, এইটা করার কোন
দরকার নাই, RAM BOOST করবেন এভাবে –
MENU বাটন চাপ দিয়ে ধরে রাখুন, রিসেন্ট
মেনু আসলে, ডান দিকের ‘DELETE” আইকন এ
ক্লিক করেন। আবার “recent” মেনু তে যান,
বাম দিকে গোল আইকন
টায় ক্লিক করেন, তারপর “Clear Memory”
চাপুন।
১০। Restart করেন আরে চেক করেন কত টুকু
RAM ফ্রি হল।
আর হ্যা
(((Note: এই সিস্টেমে কোন রুট দরকার নাই)))

15 thoughts on "Android ফোনের যাদের RAM এর অভাব বা কম রয়েছে, তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস। – Adnan Shuvo."

    1. Adnan Shuvo Contributor Post Creator says:
      ধন্যবাদ 🙂
  1. Bdmelon Contributor says:
    আমাৱ ফোন খুব গৱম হয়ে যায় এখন কী কৱা যায়
    1. Adnan Shuvo Contributor Post Creator says:
      কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন 🙂
    2. kawsar Contributor says:
      amaro to aki to ak kaj kora lagbo…..jemni goro. hobo omni panite chubailei kaj shesh thanda hoye jabo
    1. Adnan Shuvo Contributor Post Creator says:
      স্বাগতম 🙂
    1. Adnan Shuvo Contributor Post Creator says:
      ধন্যবাদ 🙂
  2. Md Omar Shawon Contributor says:
    Adnan vi help me, amr Symphony P6 mobile a wifi, hotspot, blutetooth kisue e open hosca na ki korbo akhon!
    1. Adnan Shuvo Contributor Post Creator says:
      ফ্ল্যাশ মেরে দেখতে পারেন।
  3. Imranpabna Contributor says:
    এক পোস্ট বার বার কেনো।….
  4. Abir Ahsan Author says:
    ভাই,৪ নাম্বারটা ঠিক বুঝতে পারলাম না।
  5. S.R Sumon Author says:
    অনেক সুন্দর পোস্ট
  6. S.R Sumon Author says:
    vai aponar trickbd r profile pic ta ki camera diye tula & kun app diye edit korsen..??

Leave a Reply