Dingtone ব্যবহার করেন নাই এমন লোক মনে হয় Trickbd তে নাই। তাই ডিটেলস দিলাম না।
Dingtone এ ফ্রি কল করা যায় এবং অনেক কম ক্রেডিট কাটে।
লক্ষ্য করুনঃ
নোটঃ
যে ভাবে ইনিস্টল করবেনঃ
- নিচের Link হতে Dingtone ডাওনলোড করে ইনিস্টল করে নিন। আগে থেকে ইনিস্টল করা থাকলে আর ইনিস্টল দেওয়ার দরকার নাই।
- নিচের Link হতে Hack App Data ডাওনলোড করে ইনিস্টল করে নিন।
- এখন Dingtone অপেন করুন এবং ফ্রি যে সব অফার আছে সেগুলো নিয়ে নিন, এতে ফ্রি ক্রেডিট এডেড হয়ে যাবে।।
- ব্যাক বাটন চাপ দিয়ে বেরিয়ে আসুন।
- এখন Hack App Data অপেন করুন
- তারপর Dingtone-> Preference-> Local_info এ যান।
- বাম দিক থেকে হালকা ডান দিকে স্লাইড করুন calleridPhonenumber এ দেখুন আপনার রেজিস্টার কৃত নাম্বারটি আছে। ঐ টা ডিলিট করে যে নাম্বার টি দিতে চান সেটি দিন। নাম্বারের আগে 88 যোগ করে দিয়েন।
- Save বাটনে এ চাপ দিন। এবং বের হয়ে যান
- আগেই Dingtone ওপেন করবেন না। আগে এপটি Force Stop করে দিন।
আমি আবার বলছিঃ
এখান থেকে ডাওনলোড করুনঃ
ডাওনলোডটা আমার Link হতেই দিয়েন আপনার তো কোন ক্ষতি হবে না। আপনার কারনে তারা আমাকে সামান্য কিছু ক্রেডিট দেবে।
Dingtone.apk (My Referral Link)
ফেসবুকে আমিঃ
Carry on!
বিঃদ্রঃ কপি হলেও মূল পোস্ট এই পিয়াস ভাইয়ের ই।
অনেক উপকার হয়েছিলো আমার ২০১৬ সালে।
ধন্যবাদ ভাই।
একই দিন এ ২ যায়গায় পোষ্ট করছিলাম।
Trickbd তে Approved হইছে অনেক লেট এ।
number to server e thake.
call dile original number e show korbe
non-root er jnno kono upai ase?
eita kaj kore
নাকি নিজে change করছেন?
প্লিজ বলবেন?!