আসসালামু আলাইকুম Trickbd এর পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন।

আজকে আমি আপনাদের সামনে একটি প্রয়োজনীয় পোস্ট নিয়ে হাজির হলাম। এটা অনেকে হয়তো জানে আবার অনেকে জানার জন্য আগ্রহী তারা শিখে নিন।
তা হচ্ছে কিভাবে ইমুতে নাম্বার ব্লক হয়ে গেলে তা নিজে নিজেই আনব্লক করে দিবেন। আমার পুরা পোস্ট পড়লেই আপনি নিজেই বুজতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য সাথে সাথে স্কিনশট দিয়ে দিলাম।
.
(১) প্রথমে আপনাকে ইমুতে প্রবেশ করতে হবে।
(২) এবার আপনার সামনেই দেখতে পাবেন একটি ছোট আকারের ছিহ্ন। এটাতেই ইমুর সকল কাজ, এটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন।

(৩) এবার আপনার সামনেই পড়বে ইমুর Setting এটাতেই সকল কাজ। তাই, ব্লক খুলতে এটাতে প্রবেশ করুন।

(৪) এবার আপনার সামনে Blocke Contact নামের একটা অপশন আসবে এটাতে প্রবেশ করুন।

(৫) এবার আপনার ইমুতে যতগুলি ব্লক পড়ে থাকা নাম্বার আছে সবগুলি আপনার সামনে চলে আসবে। আপনার যেটা আনব্লক করার দরকার সেটাকে আনব্লক করে দিন।

এই পোস্টটি কারও বুঝতে কেনো সমস্যা হলে comment first.

Leave a Reply