আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা
করি ভালো। আজ আমি আপনাদের মাঝে নিয়ে
এলাম একটা App, যার দ্বারা আপনি আপনার
মোবাইলের Data চালু করলে 4G লেখা
উঠবে। App টা এর আগেও অনেকে Share
করেছে, তবে 4G যে লেখা উঠে, তার কথা
বলেনি। আজ আমি এই Tutorial নিয়ে এলাম।
প্রথমে Review:
**4G করার আগে:
**4G করার পরে:
যা লাগবে:
#iNoty (1-2MB)
কাজের ধারা:
App টা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল দিন। এবার ওপেন করে Enable iNoty তে যান। এবার নিচের S.Shot Follow করুন।
Accesseblity তে iNoty অন করে দেন।
এরপর..
তারপর Notification Access এ iNoty অন করে দিন।
এবার Show Carrier Name অন করে Customize Carrier Name এ যান।
আপনার সিমের একটা Shortcut নাম দেন, যেমন Grameenphone এর জায়গায় আমি দিলাম GP.
ব্যাস, কাজ শেষ। এবার Data অন করুন আর বোকা বানান বন্দুদের।
Ok, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।
29 thoughts on "[No_Root][Fake] Data চালু করলেই Statusbar এ আসবে 4G আর চমকে যাবে বন্দুরা.. -by HR Lubab"