আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই,আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে যে বিষয় টা শেয়ার করব তা হল আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হওয়া ফাইল কিভাবে ফিরে পাবেন। অনেক সময় এমন হয়, মনের ভুলে বা দুর্ঘটনাবশত আপনার ফোনে থাকা সবথকে জরুরী ফাইলটি ডিলিট হয়ে যায়। এমন পরিস্থিতিতে যে একবার পড়েছে শুধুমাত্র সেই ভালো বলতে পারবে যে কেমন লাগে।

বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার দিন দিন যেভাবে বাড়ছে, সাথে করে এই প্রশ্নটিও অনেক বেশী শোনা যাচ্ছে, ডিলিট হয়ে যাওয়া কোন ফাইল ফেরত আনবো কিভাবে  ? কিন্তু দুর্ভাগ্য বসতো না জানার কারনে অনেকেই আর সেটি ফেরত আনতে পারেন না।

তো চলুন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই একটি ফ্রি টুলসের সাথে যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া ফাইল ফেরত আনা সম্ভব ।

প্রথমে নিছে থেকে Software টি ডাউনলোড করে নিন

এপ্সটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

এবার নিচের দেখানো মোতাবেক কাজ করুন,

  • এপ্সটি ওপেন করুন। নিচের মত পর্দা দেখতে পাবেন।

  • প্রথমে Android Phone টি আপনার পিসির সাথে কানেক্ট করুন। USB Debug Option অন রাখবেন।

  • আপনার ফোন পিসির সাথে কানেক্ট হয়ে গেলে নিচের মত পর্দা দেখতে পাবেন। সেখান থেকে আপনি কি কি ফাইল রিকবার করবেন তা সিলেক্ট করে দিন।

  • সিলেক্ট হয়ে গেলে Next এ ক্লিক করুন।
  • এবার আপনার ফোনে Root Permission দিয়ে দিন।

 

  • ব্যাস এবার আপনার হারানো সব ফাইল দেখতে পাবেন,সেখান থেকে আপনার কাঙ্কিত ফাইল সিলেক্ট করে রিকভার করে নিন।

ধন্যবাদ সবাইকে,সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।


আপডেট খবর পেতে ভিসিট করুন : https://mcnews24.com/

6 thoughts on "দেখে নিন কিভাবে এন্ড্রয়েড ফোনের Phone Memory রিকভার করবেন।এবার হারিয়ে যাওয়া ফাইল ফিরে পাবেন নিমিষেই।"

    1. Mehal Shuvo Contributor Post Creator says:
      ধন্যবাদ ??
  1. oreo Contributor says:
    nice post
  2. Ahad Author says:
    root না থাকলে?
  3. sk shipon Author says:
    অনেক আগের অনেক বার ফরম্যাট দিছি। ওগুলী কি ফিরে পাওয়া যাবে?

Leave a Reply