“”আসসালামু আলাইকুম “”
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। DSLR ছবি সম্পর্কে আমাদের সবার কম বেশি ধারণা আছে। DSLR ছবি বলতে, ছবির পিছনে ঝাপসা করাকে বুঝায়। আমি অনেক সফটওয়্যার দেখেছি, তা দিয়ে DSLR করা যায়। তবে DSLR করার জন্য হাত দিয়ে ব্যাকগ্রাউন্ড ঘষে ঘষে ঝাপসা করতে হয়। এতে ছবি বেশি ভাল ভাবে DSLR করা যায় না।
আমি আজ শেখাব সব চাইতে সহজ উপায়ে কিভাবে হাত দিয়ে ঘষা ছাড়া DSLR করা যায়। মানে প্রথমে নিজের ছবিতে এক দাগ ও পরে ব্যাকগ্রাউন্ড এ এক দাগ দিলে DSLR হয়। মজার ব্যাপার এই যে এটাতে এত খাটুনি লাগেনা

আর কথা না বাড়িয়ে কাজের কথাই আসি।

প্রথমে আপনাকে After focus নামে একটি সফটওয়্যার গুগল প্লেস্টোর থেকে ইনিস্টল দিতে হবে। ডাইরেক্ট ডাউনলোড লিংক ১৪ MB

তার পর সফটওয়্যারটি ইনিস্টল হওয়ার পর ওপেন করতে হব। ওপেন করার পর নিধার্তিত ফাইল থেকে যে ছবিটা DSLR করতে চান তা বাছাই করে নির্বাচন করুন। তার নিচে সিপট ফলো করেন,,,,,


এবার ছবিটি আসলে সবার উপরে বাম পাশে একটি আইকন রেয়েছে তাতে টার্চ করেন। এর মানে আপনি কোন অংশ ঝাপসা করতে চান না তা। এই বার যে অংশ ঝাপসা করতে চাননা তার উপর দাগ দিন। না বুজলে নিচের স্কিনশর্ট ফলো করেন,,,,


এর পর আপনি বাম পাশে উপরে ২ নং আইকন সিলেক্ট করেন। এর মানে আপনি কোন অংশ ঝাপসা করবেন।
যে যে অংশ ঝাপসা করতে চান ঐ ঐ অংশে দাগ দিন। না বুজলে স্কিনশর্ট ফলো করেন।


তার পর next দিন। এবার Blur বাড়ানো বা কমানোর জন্য আমার মত নিচের স্কীনশর্ট ফলো করেন।

কাজ শেষ এবার সেভ আইকন এ ক্লিক করে সেভ দিন।

কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

ধন্যবাদ। টিকবিডির সাথে থাকুন।

ফেসবুকে আমার পেজ Facebook Page

ফেসবুকে আমি

17 thoughts on "Android Mobile দিয়ে ছবিকে বানিয়ে ফেলুন DSLR মাত্র দুটি দাগ দিয়ে।"

  1. mostak Contributor says:
    vai easy net diye ki r free net chole na cholle ekta post den plz plz plz
    1. Umar Faruk Author Post Creator says:
      ভাই আমি ফ্রিনেট maker না।
  2. Ridoy Khan Author says:
    ata kuno post hoilo
    1. Umar Faruk Author Post Creator says:
      কেন আপনি আগে থেকে জানেন????
    2. Ridoy Khan Author says:
      hmm
      ar theke valo ache
  3. Jakarya Contributor says:
    কাজ হয় না ব্র
    1. Raju Author says:
      এটা কার্যকর।
    2. Umar Faruk Author Post Creator says:
      ১০০% কাজ করে।
  4. Mahfuj Contributor says:
    owo nice post bro
    amon post dorkar chilo
    caliye jan
    1. Umar Faruk Author Post Creator says:
      ধন্যবাদ ভাই চেষ্টা করব নতুন কিছু দেওয়ার।
  5. Mahbub Subscriber says:
    after focus niye ar ageo post kora hoise..
    1. Umar Faruk Author Post Creator says:
      হতে পারে আমার জানা নাই।।।
  6. Imransworna Contributor says:
    কারো কাছে কোন সিমের ফ্রি নেট থাকলে শেয়ার করো প্লিজ।
    1. sumonbd08 Contributor says:
      জিপিতে droid vpn দিয়ে চালাতে পারেন।
    2. Imransworna Contributor says:
      কিভাবে,টিপস দেন।
  7. Nasir Contributor says:
    tuner hobo
    1. sumonbd08 Contributor says:
      আমিন।

Leave a Reply