“”আসসালামু আলাইকুম “”
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। DSLR ছবি সম্পর্কে আমাদের সবার কম বেশি ধারণা আছে। DSLR ছবি বলতে, ছবির পিছনে ঝাপসা করাকে বুঝায়। আমি অনেক সফটওয়্যার দেখেছি, তা দিয়ে DSLR করা যায়। তবে DSLR করার জন্য হাত দিয়ে ব্যাকগ্রাউন্ড ঘষে ঘষে ঝাপসা করতে হয়। এতে ছবি বেশি ভাল ভাবে DSLR করা যায় না।
আমি আজ শেখাব সব চাইতে সহজ উপায়ে কিভাবে হাত দিয়ে ঘষা ছাড়া DSLR করা যায়। মানে প্রথমে নিজের ছবিতে এক দাগ ও পরে ব্যাকগ্রাউন্ড এ এক দাগ দিলে DSLR হয়। মজার ব্যাপার এই যে এটাতে এত খাটুনি লাগেনা
আর কথা না বাড়িয়ে কাজের কথাই আসি।
প্রথমে আপনাকে After focus নামে একটি সফটওয়্যার গুগল প্লেস্টোর থেকে ইনিস্টল দিতে হবে। ডাইরেক্ট ডাউনলোড লিংক ১৪ MB
তার পর সফটওয়্যারটি ইনিস্টল হওয়ার পর ওপেন করতে হব। ওপেন করার পর নিধার্তিত ফাইল থেকে যে ছবিটা DSLR করতে চান তা বাছাই করে নির্বাচন করুন। তার নিচে সিপট ফলো করেন,,,,,
এবার ছবিটি আসলে সবার উপরে বাম পাশে একটি আইকন রেয়েছে তাতে টার্চ করেন। এর মানে আপনি কোন অংশ ঝাপসা করতে চান না তা। এই বার যে অংশ ঝাপসা করতে চাননা তার উপর দাগ দিন। না বুজলে নিচের স্কিনশর্ট ফলো করেন,,,,
এর পর আপনি বাম পাশে উপরে ২ নং আইকন সিলেক্ট করেন। এর মানে আপনি কোন অংশ ঝাপসা করবেন।
যে যে অংশ ঝাপসা করতে চান ঐ ঐ অংশে দাগ দিন। না বুজলে স্কিনশর্ট ফলো করেন।
তার পর next দিন। এবার Blur বাড়ানো বা কমানোর জন্য আমার মত নিচের স্কীনশর্ট ফলো করেন।
কাজ শেষ এবার সেভ আইকন এ ক্লিক করে সেভ দিন।
কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ। টিকবিডির সাথে থাকুন।
ফেসবুকে আমার পেজ Facebook Page
ফেসবুকে আমি
ar theke valo ache
amon post dorkar chilo
caliye jan