হেলো জনগন, কেমন আছেন আপনারা? ব্যস্ততার কারনে ট্রিকবিডিতে নিয়মিত লেখালেখির সুযোগ হয় না। এই লেখাটাও ব্যস্ততার মদ্ধে ই লেখতে হচ্ছে। সময়সল্পতার কারনে খুব ই ছোট করে লিখাটি লিখছি যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কনেন্টে জানাবেন আমি আপনাদের হেল্প করতে না পারলেও ট্রিকবিডি এর অসংখ্য টেলেন্টেড অথোর + মেম্বার আছে যারা আপনাকে হেল্প করবে।
তো প্রথমে আপনাদের bdupload.info তে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর Uploads থেকে Remote Url Upload এ গিয়ে নিচের স্ক্রীনসট এর মতো খালি বক্স এ লিমিটেড স্পীড সাইট এর ফাইলের ডাইরেক্ট ডাউনলোড লিংক টি পেষ্ট করেন। আমি dailyuploads এর লিংক পেষ্ট করেছি, dailyuploads থেকে ১০০-১৫০ কেবির উপর স্পীড ওঠে না আর রিজুম অ সাপোর্ট করেনা। তারপর লাল মার্ক করা স্থানে প্রেস করে ফাইল আপলোড হবার ওয়েট করেন। ভয় পাবেন না, এই আপলোড এর জন্য আপনার ডাটা কাটা হবে না বা ইন্টারনেট কানেকসন এর অ প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি আপলো দিয়ে নেট দিসকানেক্ট করে দিলেও আপলোড হবে। তারপর ফাইলটি এই সাইটে আপলোড হয়ে গেলে ই এই সাইট থেকে আবার ডাউনলোড দেন আর দেখেন কোন স্পীড লিমিট নেই আর ফাইলের অ রিজুম সাপোর্ট করছে। এর কারন আপনি যে সাইট থেকে লিংক আনসেন অই সাইটে স্পীড লিমিট থাকলেও bdupload.info এই সাইটে কোন স্পীড লিমিট নেট।
6 thoughts on "কিভাবে বিভিন্ন স্পীড লিমিট ওয়েবসাইট থেকে সর্বোচ্চ স্পীডে ফাইল ডাউনলোড করবেন বাই ফাহাদ"