আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আসাকরি ভালোই আছেন trickbd এর সাথে থাকলে ভালই থাকার কথা

চলুন শুরু করা জাক

Samsung স্মার্টফোন বর্তমানে জনপ্রিয় একটি ব্র্যান্ড, তবে এই ব্র্যান্ড এর ফোন কিনতে গেলে কোনটা আসল কোনটা নকল বুঝতে পারা অনেক ঝামেলার বিষয়। কারণ অরিজিনাল এবং ক্লোন এর মধ্যে নরমাল চোখে আপনি কোন পার্থক্য খুঁজে পাবেন না, এমনকি মোবাইল এর সফটওয়্যার এর মধ্যেও। আজ আমরা দেখবো কিভাবে আসল নকল যাচাই করবেন।

প্রথমেই আপনি ডিস্প্লের দিকে খেয়াল করলে নকল samsung স্মার্টফোনে ডিস্প্লের চারদিকে একটি কালো বক্স আকৃতির খালি অংশ দেখবেন, কিন্তু আসল samsung স্মার্টফোনে তেমনটা নেই। এর সম্পূর্ণ অংশ জুড়েই পর্দা রয়েছে। এছাড়া নকল samsung স্মার্টফোনে আপনি ডিসপ্লের বাইরেও সাদা একটি মোটা করে অংশ দেখতে পাবেন যা আসল samsung স্মার্টফোনে অত্যন্ত পাতলা।

অরিজিনাল ভার্সন এ হোম বাটনটি স্ক্রিণ এর নিচে খুব কাছাকাছি থাকবে। কিন্তু নকল ভার্সন এ দেখবেন একটু নিচে আছে যা
নরমালি বুঝা যাবেনা তবে খেয়াল করলেই পাবেন পার্থক্যটা দেখতে।
অরিজিনাল Samsung এর প্রিন্ট করা লোগো টি নখ বা কিছু দিয়ে স্ক্রেচ করলে মলিন বা উঠে যাবেনা, তবে নকল Samsung এর প্রিন্ট করা লোগো টি স্ক্রেচ করলে ঝাপসা হয়ে যাবে।

নকল Samsung এ আপনাকে প্যাকেটের সাথে একটি ফ্লিপ কভার ফ্রি দিবে আসল স্মার্টফোনে আপনাকে কোন ফ্লিপ কভার

দিবেনা। নকল Samsung এ আপনাকে সেটের সাথে দুটি ব্যটারি দিবে মানে একটা এক্সট্রা! বাড়তি কোন জিনিস আপনি আসল Samsung এর সাথে পাবেন না। অতএব, দুটি ব্যাটারি
চার্জার সেটের সাথে দিলেই বুঝবেন ভেজাল আছে। উপরের সব কিছুর পরও যদি বুঝতে না পারেন এটি আসল নাকি নকল তবে আপনি LCD টেস্ট করে নিতে পারেন সহজেই। মোবাইলটি
হাতে নিয়ে *#0*# এই কোডটি চাপুন। তাহলে নিচের মতো আসবে
যদি এটা নকল হয় তাহলে এটা আসবে না। তবে কিছু কিছু চাইনিজ সেটে এটাও আসে, কিন্তু আপনি সব বাটনে টাচ করে দেখলেই বুঝবেন কিছু কিছু কাজ করছেনা। এর পরেও, যদি Samsung ফোন কিনতে গেলে কোন সন্দেহ থাকে, নিচের
কোডগুলো দিয়ে চেক করে নিন আপনার ক্রয়কৃত ফোনটি আসল কি না।
*#1234# (View SW Version PDA, CSC, MODEM)
*#0*# (General Test Mode)
*#12580369# (SW & HW Info)
*#197328640# (Service Mode)
*#0228# (ADC Reading)
*#32489# (Ciphering Info)
*#232337# (Bluetooth Address)
*#232331# (Bluetooth Test Mode

যাইহোক অনেক সময় নষ্ট করলাম আশা করি অল্প কিছু হলেও শিখাতে বা জানাতে সক্ষম হয়েছি।
দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।

আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন।
আসা করি সবাই এই টিউটোরিয়াল টা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবে না।
বুঝতে কনো পবলেম হলে নিচে comment করুন
আশা করি বুঝতে পারবেন।ধন্যবাদ সবাইকে

5 thoughts on "আসল samsung স্মার্টফোন কিভাবে চিনবেন ?"

  1. Mahbub Pathan Author says:
    hey bro! tomar ScreenShot gulote somossa ace, thik koro.
    1. Mahbub Pathan Author says:
      bro tomar ScreenShot gulo dekha jaccena.
    2. Mahbub Pathan Author says:
      তুমি কি ফাইজলামি কর???
  2. Anind0 Contributor says:
    helpful post.emon post onek ase trickbd te but ei point gula nai.
  3. Anas Bin Hamid Contributor says:
    Hey……!
    Your all post are old…….because those post are already posted on Trickbd……..
    Why don’t you post some new….??
    @heelanas

Leave a Reply