আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আসাকরি ভালোই আছেন trickbd এর সাথে থাকলে ভালই থাকার কথা

চলুন শুরু করা জাক

যদিও ফোনের স্ক্রিন রেকর্ড করা খুব একটা কঠিন কাজ নয়, তবুও এই কাজটি করতে গিয়ে আমাদের অনেকসময় অনেক সমস্যায় পড়তে হয়। অনেকে মনে করেন ফোন রুট না করে ফোনের স্ক্রিন রেকর্ড করা সম্ভব নয়। এছাড়ও অনেকে USB Debugging এবং Airdroid অ্যাপ এর সাহায্যে পিসিতে ফোন কানেক্ট করে ফোনের স্ক্রিন রেকর্ড করেন যা যথেষ্ট ঝামেলার কাজ।
আজকের টিউনে আপনাদের একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব, যার সাহায্যে আপনি আপনার ফোন রুট না করেই এবং কোনভাবে আপনার পিসিতে ফোন কানেক্ট না করেই আপনি ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং তা যথেষ্ট হাই কোইয়ালিটিতে (Upto 720p)।
এক্ষেত্রে আমরা যে অ্যাপটি ব্যবহার করব তা হল AZ Screen Recorder। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে ফ্রি অ্যাপ হিসেবেই পাবেন এবং এন্ড্রয়েড ৫.০+ এর যেকোনো এন্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করতে পারবেন।
আমি স্ক্রিন রেকর্ড করার জন্য এই অ্যাপটি সাজেস্ট করছি কারন আমার জানামতে এটিই সম্ভবত একমাত্র থার্ড পার্টি স্ক্রিন রেকর্ডার অ্যাপ যে আপনার রেকর্ড করা ভিডিওতে কোন অপ্রয়োজনীয় ওয়াটারমার্ক যোগ করে দেবে না।
অ্যাপটি পাবেন এই লিংক
অ্যাপটির বেসিক সেটিংস এবং অপশনস সম্পর্কে একটু ধারনা দেই। প্রথমত অ্যাপটিতে ভিডিওর ২ ধরনের এনকোডার আছে। এনকোডার Advanced রাখাই ভালো কারন এতে আপনি ভিডিও করার সময় ভিডিও পজ/প্লে করতে পারবেন।

আপনি চাইলে আপনি একটি অদৃশ্য বাটন রাখতে পারবেন যার সাহায্যে আপনি ভিডিও করা বা ভিডিও বন্ধ করা বা প্লে/পজ করা ইত্যাদি কাজ করতে পারবেন। আপনি চাইলে ভিডিও বন্ধ করবেন কিভাবে এটাও সিলেক্ট করে নিতে পারবেন। যেমন, আপনি চাইলে আপনার নোটিফিকেশন বার ড্রপডাউন করে স্টপ বাটনে ক্লিক করে ভিডিও করা স্টপ করতে পারেন, আবার চাইলে রেকর্ডিং বলতে থাকা অবস্থায় আপনার ফোনটি কিছুক্ষন ঝাকিয়েও আপনার ভিডিও স্টপ করতে পারেন।আপনি সবকিছুই প্রায় নিজের ইচ্ছামত কাস্টোমাইজ করতে পারবেন।

এছাড়া আপনি চাইলে ভিডিও রেজুলেশনও নিজের ইচ্ছামত বাড়াতে বা কমাতে পারবেন। আপনি চাইলে ১০৮০পি, ৭২০পি বা ৪৮০পি ইত্যাদি যেকোনো রেজুলেশনেই ভিডিও রেকর্ড করতে পারবেন।আপনি চাইলে ভিডিওর ফ্রেম রেটও সিলেক্ট করে নিতে পারবেন নিজের ইচ্ছামত। যত বেশি ফ্রেম রেটে ভিডিও রেকর্ড করবেন, আপনার ভিডিও তত বেশি স্মুথ এবং রেসপন্সিভ হবে।

এছাড়া আপনি চাইলে ভিডিওর বিট রেটও নিজের ইচ্ছামত সিলেক্ট করে নিতে পারবেন। এবং আপনি চাইলে টাইম ল্যাপস ভিডিও করতে পারবেন। অর্থাৎ, অনেক্ষন ধরে একটি ভিডিও করে সেটাকে পরে সেটাকে অনেক দ্রুতগতিতে প্লে করতেও পারবেন।

এছাড়া এই অ্যাপ এর সাহায্যে আপনি স্ক্রিনশটও নিতে পারবেন। চাইলে ফোনের যেকোনো একটি অংশের স্ক্রিনশট আলাদাভাবেও নিতে পারবেন। এছাড়া আপনার আগের করা প্রত্যেকটি স্ক্রিন রেকর্ড একসাথে একটি লিস্টেও দেখতে পারবেন। এবং আপনি চাইলে লিস্ট থেকে যেকোনো ভিডিও কম্প্রেস করে সাইজও কমাতে পারবেন। এবং রেকর্ড করার সময় আপনি আপনার নিজের ভয়েস ইনক্লুড করতে চান কিনা ভিডিওতেএটাও সিলেক্ট করতে পারবেন।

এবং আপনি চাইলে আপনার ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা ব্যবহার করে আপনার নিজের ভিডিওটিও স্ক্রিন রেকর্ডের ভিডিওর নিচে যোগ করে দিতে পারবেন, যেমনটা আমরা অনেক গেমিং ভিডিওতে দেখে থাকি। আপনি অ্যাপটির সাহায্যে যখন রেকর্ডিং শুরু করতে চাইবেন তখন অ্যাপটির আইকনে ক্লিক করে অ্যাপটি ওপেন করলে আপনার ফোনের কোনায় মেসেঞ্জারের চ্যাট হেড এর মত ছোট একটি পপআপ উইন্ডো আসবে এবং আপনি পপআপ উইন্ডো থেকে ভিডিও শুরু করার অপশন সিলেক্ট করে ভিডিও রেকর্ডিং শুরু করতে পারবেন।

এরপর আপনার ভিডিও রেকর্ড করা শেষ হলে আপনি নোটিফিকেশন বার নামিয়ে স্টপ বাটনে ক্লিক করে অথবা আপনি যেভাবে সেটিং করেছেন সেভাবে ভিডিও রেকর্ডিং শেষ করতে পারবেন।

এটাই ছিল AZ Screen Recorder অ্যাপটির একটি শর্ট রিভিউ। অ্যাপটি ইন্সটল করে ব্যবহার করে দেখলেই সবকিছু ভালভাবে বুঝতে পারবেন।

যাইহোক অনেক সময় নষ্ট করলাম আশা করি অল্প কিছু হলেও শিখাতে বা জানাতে সক্ষম হয়েছি।
দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।
আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন।

আসা করি সবাই এই টিউটোরিয়াল টা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবে না।
বুঝতে কনো পবলেম হলে নিচে comment করুন
আশা করি বুঝতে পারবেন।ধন্যবাদ সবাইকে

14 thoughts on "ফোন রুট না করে এবং পিসিতে কানেক্ট না করেই কিভাবে আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করবেন"

  1. Md.Parvez Author says:
    Az sobar phone support kore na….bro…bujsen
  2. JûStÎñ ShÎrÅjÛl Subscriber says:
    vai…amar phone support kore na
  3. Yeasin Author says:
    Ei app ta niye mone hoy trickbd te 1k post hoye geche
    1. Md Khalid Author says:
      হাহা 😀
  4. dj imran Contributor says:
    onk gula post hoice…r eitar theke mobizin screen recorder best…

    pc die kivabe mobile screen record kora jay bolben kew plz!!!!

    1. dj imran Contributor says:
      ha amar ta …kinto kivabe korbu?
  5. Jewel Hasan Contributor says:
    kitket at jonoo kono bal E nai
  6. HDMIRAJ Contributor says:
    ভিডিও চালু কোন এ এপস এ ডুকলে কেটে যায় ভিডিও,,এটার সমাধান কি
    1. Arif Khan Contributor says:
      vai amaro eki somossa
  7. Arif Khan Contributor says:
    screen recorder on kore kono apps e dukhle kete jay…verson 4.4.4
  8. HDMIRAJ Contributor says:
    যে পোষ্টটা করলো সে তো কোন সমাধান দিতেছে না
  9. HDMIRAJ Contributor says:
    internet speed meter lite এপসটা নোটিফিকেশন থেকে চলে যায়,,,এটার কোন সমাধান দিলে উপকৃত হবো
  10. skamruzzaman Contributor says:
    ভাই এর থেকে du recoder স্কিন রেকর্ডার ভালো।আপনি জানেন যে কিভাবে লেপটবে স্কিন রেকর্ড করা হয় জানলে প্লিস জানাবেন।

Leave a Reply