আসসালামু আলালাইকুম

আশা করি ভালো আছেন,,
আজকে আমি দেখাব কিভাবে pattern ভুলে গেলে আনলক করবেন কোন রিসেট ছাড়া।।
এইটা কাজ করবে যাদের মুবাইলে লক(pattern,pin) থাকা অবস্থায় উপর থেকে notification bar নামে,,
তো চলুন শুরু করা জাক

লক ভুলে গেলে আপনি ৫ বার try করেন, পরে আপনাকে নিচের মত দেখাবে
s.1

পরে আপনি দেখতে পাবেন নিচেরর কোনায় লেখা আছে FORGOT PATTERN,,

s.2

forgot pattern এর উপর ক্লিক করেন,আর দেখতে পাবেন জিমেইল sign in করার জন্য বক্স আসবে,,
s.3

এইখানে আপনার মুবাইলে জেই জিমেইল add করা আছে সেইটা sign in করেন এখানে।

id দেওয়ার পর sing up এ ক্লিক করুন
আর নিচের মত CHEEKING ACCOUNT দেখতে পাবেন,

s.4

তারপর আপনাকে নতুন Pattern দিতে বলবে,,,পরে নতুন প্যাটার্ন দিয়ে মুবাইল আনলক করে ফেলুন।।।।

এইভাবে ভুলে জাওয়া মুবাইল আনলক করলে Reset দিতে হয়না।

প্রথমেই বলেছি এইটা সবার মুবাইলে হবে না।যাদের মুবাইল লক (pattern,pin)থাকা অবস্থায় উপর থেকে Notification Bar নামে তাদের জন্য।

আজ এই এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন আরর ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ হাফেজ

4 thoughts on "Pattern ভুলে গেছেন!নিয়ে নিন সমাধান, নতুনভাবে আনলক করুন রিসেট না দিয়ে।"

  1. Reja BD Author says:
    সুন্দর
  2. Mehedi Khan Author Post Creator says:
    ধন্যবাদ ভাই,কমেন্ট করার জন্য
  3. Moni Contributor says:
    নেট অফ থাকলে সেটা অন করবো তোমার দাদার মাথা দিয়ে?? হ্লা ফাউল
    1. Mehedi Khan Author Post Creator says:
      অই মিয়া মুখ সামলিয়া কথা বলবেন,,এইটা কাজ করবে যাদের মুবাইলে লক
      (pattern,pin) থাকা অবস্থায় উপর থেকে
      notification bar নামে,,এইটা প্রথমেই বলা হইছে,আর notification bar namle net on kora jabe,,,,,যদি কিছু বুঝতেন তাহলে কথা বলতেন না

Leave a Reply