কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করছি,?
আর কথা বাড়াবোনা সরাসরি পোস্টে চলে যাবো।

৭ টি উপায়ে Fast করে ফেলুন আপনার মোবাইল….

প্রচুর টাকা খরচ করে দামি ফোন কিনেছেন। ভেবেছিলেন যেখানে, সেখানে ফোনে ইন্টারনেট ব্যবহার করে, দেশের যেকোনো জায়গা থেকে ফোনে কথা বলে সবাইকে চমকে দেবেন। কিন্তু ফলাফল হল উল্টো। মাঝে মাঝেই দেখছেন, আপনার ফোনে নেটওয়ার্ক থাকছে না। কথা বলতে বলতে হঠাৎই গায়েব ! নেটও চলছে না

১) প্রথমেই গুগল স্টোর থেকে ডাউনলোড
করে ফেলুন
নেটওয়ার্ক বুস্ট অ্যাপ।

২) যে অ্যাপগুলো ডাউনলোড তো করে
ফেলেছেন।
কিন্তু কোনও দিনই কাজে লাগছে না। সেগুলো
চটজলদি ডিলিট করে ফেলুন।

৩) যতটা পারবেন ফোন মেমোরি হালকা করুন।

৪) মাঝে মধ্যেই ক্লিন করুন হিস্ট্রি।

৫) নজরে রাখুন আপনার অজান্তে কোনও
অ্যাপ নিজে
থেকে চলছে না তো?

৬) ডাউনলোড করার সময় নজর রাখুন অন্য
কোনও অ্যাপ
যেন RUN না করে।

৭) নেটওয়ার্ক চলে গেলে ফোন সুইচঅফ করে

ফের অন
করুন।

7 thoughts on "এবার আপনার ফোনের নেটওয়ার্ক আরো শক্তিশালী করবেন যে উপায়ে দেখে নিন।"

    1. Ariful Subscriber Post Creator says:
      tnx
  1. Rahul Musabbir Contributor says:
    হুম্ম
    1. Ariful Subscriber Post Creator says:
      tnx
  2. Mithu007 Contributor says:
    অাপনার টিউনের শিরোনাম এক অার পোষ্ট দিলেন অন্ন কিছুর 😛
  3. Mehedi Khan Author says:
    ভাই এইটাতো নেটওয়ার্ক শক্তিশালী হল না,,এইভাবে নেটওয়ার্ক চলে গেলে আনা যাবে,,,

Leave a Reply