হ্যালো ট্রিকবিডি। কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এন্ড্রয়েড ফোনের সেন্সর টেস্ট করার পদ্ধতি।
সবজান্তারা দূরে থাকার জন্য অনুরোধ করছি
স্যামসাং ফোনের সেন্সর টেস্ট করার পদ্ধতিঃ
Samsung ফোনের সেন্সর টেস্ট করতে এই app টির প্রয়োজন হবে না।
আপনি ডায়েলারে গিয়ে *#0*# প্রেস করলে LCD test menu ওপেন হবে এবং সেখান থেকে sensor প্রেস করলেই আপনি গন্তব্যে পৌছে যাবেন।
তবে এই মেনুতে সব সেন্সর দেখায় না, মৌলিক সেন্সর গুলো দেখায়।
যেমনঃ আমার ফোনে উপরুক্ত পদ্ধতিতে চেক করলে ৫ টি সেন্সর দেখায়, কিন্তু এই এপ দিয়ে দেখায় ৮ টি।
তো, সকল স্পেসিফিকেশন দেখতে আপনি এই এপ টি ডাউনলোড করতে পারেন (ডাউনলোড লিংক নিচে দেখুন)
অন্যান্য কম্পানির ফোনের সেন্সর টেস্টিং পদ্ধতিঃ
আমি দুঃখিত যে আপনাদের এই এপ টি ডাউনলোড করতে হবে।
তো প্রথমে নিচের লিংক থেকে এপটি ডাউনলোড করুন।
এবার নিচের SS এর মতো কাজ করুনঃ
এবার দেখুন সেন্সর সহ অনেক স্পেসিফিকেশন এসেছে। এখান থেকে প্রতিটা সেন্সর পরিক্ষা করতে পারবেন।
এবার Multi report এ ক্লিক করে আপনার ফোনে কয়টি সেন্সর আছে দেখে নিতে পারবেন। আমার ফোনে ৮ টি আছে।
এছাড়াও এপে আরো অনেক ফিচার আছে যা আপনি ওপেন করলে দেখতে পাবেন।
আজকের মতো এতোটুকু।
ট্রকবিডিতে স্পাম্পিং করা যাবে না। তাছাড়া রতুন নিয়ম আনা হয়েছে।