স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের একটু অসতর্কতা বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই ব্যবহারকারীদের আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ বিষয়ে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১. স্মার্টফোন ও ট্যাবলেটের চার্জার আলাদা রাখুন। স্মার্টফোন ও ট্যাবের চার্জার একটি অপরটির সঙ্গে ব্যবহার করবেন না। কারণ পাওয়ার রেটিংয়ে পার্থক্য থাকতে পারে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে আপনার পণ্যটি ক্রমশ নষ্ট হতে থাকবে।স্মার্টফোন সারা রাত চার্জ দিয়ে রাখবেন না।
২. রাতভর চার্জারের সঙ্গে মোবাইল ফোন বা ট্যাব লাগিয়ে রাখবেন না। এতে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এবং ফোনের ব্যাটারির ক্ষতি হয়। জেগে থাকা অবস্থায় চার্জ দিন।
৩. আপনার ফোন বা ট্যাবের ব্যাটারি কখন পরিবর্তন করা দরকার সে বিষয়টি পরীক্ষা করে দেখুন। যদি আপনার মোবাইল বা ট্যাবে বেশিক্ষণ চার্জ ধরে রাখতে না পারে তবে দ্রুত ব্যাটারি পরিবর্তন করে ফেলুন। ব্যাটারি পরীক্ষা করতে ফোন বা ট্যাব থেকে তা খুলে নিয়ে সমতল জায়গায় সেটি ঘুরিয়ে দেখুন। যদি মুক্তভাবে ব্যাটারিটি ঘুরতে থাকে তবে ব্যাটারি পরিবর্তন করে ফেলুন। কারণ ব্যাটারি স্ফীত হয়ে গেছে।
৪. যেসব ব্যাটারি অপরিচিত ব্র্যান্ডের সেগুলোর ব্যবহার থেকে বিরত থাকুন। এতে আপনার ডিভাইসটির ক্ষতি হতে পারে। অপরিচিত ব্র্যান্ডের ব্যাটারিগুলো স্ট্যান্ডার্ড সেফটি রেগুলেশন মানা হয়েছে কিনা তা পরীক্ষার কোনো পথ নেই।
৫. ফোনে চার্জ দেওয়া অবস্থায় কল করা বা গ্রহণ থেকে বিরত থাকুন। কারণ এতে ফোন গরম হয়। ওয়্যারলেস হেডসেট ব্যবহার করতে পারেন। অথবা ফোন চার্জ থেকে খুলে নিয়ে তবে ব্যবহার করুন।
৬. চার্জ দেওয়া অবস্থায় তারে জড়িয়ে বা ঝুলিয়ে রাখবেন না ফোনটি। এতে আপনার ফোনের পাওয়ার কানেক্টর নষ্ট হতে পারে।

See More…এন্ড্রয়েড কে ভাইরাস হতে বাঁচাতে জরুরী ৫ টি টিপস

7 thoughts on "স্মার্টফোন ও ট্যাবলেট ভালো রাখতে বেষ্ট টিপ্স"

  1. bayajid kazi Contributor says:
    কেও কি বলতে পারেন free basics
    trickbd login হয়না কেন
    1. Md Parvez & Najmul Author Post Creator says:
      Sorry..bolte parina
    2. sabbir junaid Author says:
      হয় কোনো পোষ্টের কারো কমেন্টে গিয়ে”log in to reply”এখানে গিয়ে login করেন 1000% হবে
  2. robelbd1 Contributor says:
    kew ki trickbdr author id bikri korben?
    1. Md Parvez & Najmul Author Post Creator says:
      Rara vai ke email koren author banaie dibe….
    2. robelbd1 Contributor says:
      vai email to kori kam hoina
  3. bayajid kazi Contributor says:
    হয়না বাই এরকম লেখা আসে

    ERROR: Cookies are blocked or not supported by your browser. You mustenable cookies to use WordPress.

Leave a Reply