কম্পিউটার ব্যবহার করেন কিন্তু Team Viewer এর নাম শুনেন নি এই রকম খুব কম লোক ই আছে।এই এপ্পস এর মাধ্যমে একটি কম্পিউটার থেকে আরো একটি কম্পিউটার কন্ট্রোল করা হয়।

কি জন্য দরকার হতে পারেঃ::

ধরেন আপনি বেশ কয়েকটি কন্টেন্ট ডাউনলোড দিয়ে বাইরে বের হয়েছেন। কিন্তু বের হয়ে আপনার মনে হল যে আপনি বাসায় ফিরে একটি মুভি দেখতে চান। সেক্ষেত্রে আপনার ফোনটিতে যদি টিম ভিউয়ার থাকে আপনি অন্য ডাউনলোড গুলো বন্ধ করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট মুভি ডাউনলোড হবে বেশি স্পীড এ! আর বাসায় ফিরে দেখলেন মুভি ডাউনলোড হয়ে গেছে। যেখানে অন্য ডাউনলোডগুলো হতে থাকলে এসে দেখতেন মুভি তখনো ডাউনলোড কমপ্লিট হয়নি।

এই এরকম আরো অনেক সবিধা যাওয়া, যায় এপ্পস টিতে


ব্যাবহারের নিয়মঃ


♦♦ ১) ইন্সটল করে নিন Team Viewer এর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি। ডাউনলোড করুন এখান থেকে

♦♦ ২) এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন Team Viewer এর পিসি ভার্সনটি। ডাউনলোড করুন এখান থেকে

♦♦৩) এখন আপনার কম্পিউটার এর Team Viewer লঞ্চ করে ID ও Password নিয়ে এন্ড্রয়েড এর Team Viewer ইন্টারফেস এ প্রবেশ করুন। ব্যস! আপনার কাজ শেষ। এবার বাইরে থেকে, এমনকি অন্য দেশ থেকেও কন্ট্রোল করুন আপনার প্রিয় কম্পিউটারটিকে!!!

সৌজন্য:::TuneSuhag.CoM

2 thoughts on "এবার আপনার এন্ড্রোয়েড দিয়ে ককম্পিউটার কন্ট্রোল করুন একদম সহজ উপায়ে"

  1. WapmasterArif Contributor says:
    really???
    oh no
    1. সোহাগ Author Post Creator says:
      yes please try it

Leave a Reply