প্রিয় বন্ধুগণ। আজকের বিষয় কি তা হয়ত এতখনে বুঝে গেছেন।এন্ড্রয়েডে ছবি কমবেশি সবাই তোলেন। কিন্তু মনমতো ছবি অনেক সময়েই ওঠে না। হতাশ হবেন না। বরং ছবি তোলার সময় কয়েকটি সাধারণ টিপস মাথায় রাখুন। তাহলেই দেখবেন, এন্ড্রয়েডে তোলা আপনার ছবিও প্রশংসিত হচ্ছে-

১. ছবি তোলার সময়ে আলোর বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। যেদিক থেকে আলো আসছে, ছবি তোলার সময়ে সব সময়ে সেই দিকটি নিজের পিছনে রাখুন।
২. অনেক সময়েই ছবি তোলার পরে দেখা যায়, সেটি ঝাপসা বা ব্লার হয়ে গিয়েছে। এই ধরনের ছবি ডিলিট না করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট দিয়ে দেখুন।
৩. ছবি তোলার সময়ে সঠিক অ্যাঙ্গেল বেছে নিন।
৪. স্মার্টফোনে ছবি তোলার সময়ে খুব বেশি জুম করবেন না। এতে ছবির কোয়ালিটি খারাপ হবে।
৫. ছবি তোলার সময়ে অযথা তাড়াহুড়ো করবেন না। যে ফ্রেম করছেন, তার থেকে কিছু কেটে যাচ্ছে কি না, সে বিষয় খেয়াল রাখুন।
৬. হলদে আলো যেখানে থাকবে, সেখানে ছবি তোলার সময়ে স্মার্টফোনের অটো হোয়াইট ব্যালেন্স ফিচারটি ব্যবহার করুন।
৭. ফ্ল্যাশ ব্যবহার করার সময়ে মাথায় রাখুন, সেটি যেন উল্টোদিকে কোনওভাবে রিফ্লেক্ট না করে। ধন্যবাদ।

আমার সাইট

6 thoughts on "এবার আপনিও এন্ড্রয়েড দিয়ে ছবি তুলে হতে পারেন জনপ্রিয়,,,তার উপরে কিছু টিপস। দেখে নিন।"

    1. Mr. PL Contributor Post Creator says:
      tnx
  1. Mr. PL Contributor Post Creator says:
    tnx,,
    1. Mr. PL Contributor Post Creator says:
      tnx,.,.

Leave a Reply