আসসলামু আলাইকুম। আপনারা কেমন আছেন ?
আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড মোবাইল দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন।
App Name: DiskDiger Pro
Siz: 3 MB
প্রয়োজন আর অপ্রয়োজনের বেড়াজালেই মানুষের জীবন আবদ্ধ। আজ যেটি প্রয়োজনীয় কাল সেটা অপ্রয়োজন হতেই পারে এ কিভাবে বিপরীত ভাবেও হতে পারে।
সে যাহোক।

এভাবেই যখন ভুলবশত কোন ফাইল ডিলেট হয়ে যাওয়ার পরে সেটির প্রয়োজন দেখা দেয় তখন আফসোসের আর শেষ থাকেনা।
কিন্তু আপনি যদি রুট ইউজার হোন তাহলে এই আফসোস না করলেও চলবে।
কারণ আপনার জন্য রয়েছে এই সমস্যার ই উত্তম সমাধান।।
Disk Digger Pro প্রায় দেড় থেকে দুই বছর জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও ফাইল রিকোভারির সেরা অ্যাপ Disk digger তার বেটা ভার্সনে ছিলো।
কিন্তু নিকট অতীতে এটি পূর্ণাঙ্গ ভার্সনে প্রকাশ পায়। আর এর কাজ নিয়ে কারো রি সন্দেহ নেই কারণ ফাইল রিকোভারির জন্য প্রথম পছন্দই এই অ্যাপ।
এর মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের অডিও, ভিডিও, পিকচার, এপকে ফাইল রিকোভার করতে পারবেন!
আমি নিজেও ব্যবহার করি
Disk Digger Pro.Apk
তাহলে দেরী না করে ডাওনলোড করে ফেলুন।
Download Link: Disk Digger Pro
______
আমাদের সাইটে কিছু লেখক-Author ধরকার, তাই যারা হতে চান রেজিস্ট্রশন করুন

7 thoughts on "মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল কিভাবে ফিরিয়ে আনবেন, সবাই দেখুন কাজে লাগবে"

  1. 111111 Contributor says:
    ring I’d reffer code 12054163
  2. WapmasterArif Contributor says:
    apni je shuru korchen tuner pod khabe
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      Thanks
  3. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
    ke bollen apni valo janen,, banglai likhun

Leave a Reply