আ
সসালামু ওয়ালাইকুম
আশা করি সকলে ভালই আছেন!।
Android ফোনে টেক্সট মেসেজ ব্লক করুন – কোন প্রকার সফটওয়্যার ছাড়াই!।
অনেক সময় বিভিন্ন নাম্বার থেকে অনেক মেসেজ এসে বিরক্ত করে আমাদের।
আবার কখনো কেউ ইচ্ছে করেই অপ্রয়োজনীয় মেসেজ করতে থাকে।
।
এই বিরক্তিকর মেসেজ গুলা বন্ধ করতেই আজকের এই টিউন।
।
প্রথমেই আপনার ফোনের মেসেজ অপশন এ প্রবেশ করুন। তার পর – উপরের ডান কোনার ৩ ডট এ ক্লিক করুন।
।
।
এবার এখান থেকে Settings এ ক্লিক করুন।
।
।
Settings থেকে General এ ক্লিক করুন।
।
।
এবার নিচের দিক থেকে Blacklist এ ক্লিক করুন।
।
।
এবার নিচের ঘরটাতে নাম্বার বসিয়ে Add করুন। এখানে যে নাম্বারটি আড করবেন সেই নাম্বার থেকে আর মেসেজ আসবে না।
আর নতুন কোন মেসেজ আসলে এখানেই দেখাবে!
।
।
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।
8 thoughts on "Android ফোনে টেক্সট মেসেজ ব্লক করুন – কোন প্রকার সফটওয়্যার ছাড়াই!"