আজকালকের Smartphone এ Do not disturb একটি ভালো ফিচার। এটি খুবই প্রয়োজনীয় যারা ঘুম বা কাজের সময় Disturb পছন্দ করেন না।
যারা জানেন তারা Avoid করুন।
তো আজ এই ফিচার সম্পর্কে আলোচনা করি।
এটিতে আপনি ৩ টি option পাবেন।
1. Total Silencee
2. Alarm Only
3. Priority Only
আজ আমি Priority Only এবং Total Silence ফিচারটি সম্পর্কে আলোচনা করব।
প্রথমে Priority Only তে ক্লিক করুন। এখানে দেখবেন লেখা আছে Until you turn this off. এটি Mark করলে আপনি Do not disturb mode off না করা পর্যন্ত উক্ত Priority Olny Setting চালু থাকবে। আর তার নিচেই থাকবে
এবার এই Priority only কে একটু Customize করা যাক। তার জন্য More Settings এ ক্লিক করতে হবে।
এরপর আপনাকে ক্লিক করতে হবে Priority Only Allows এ।
এবার দেখুন। এখানে আছে Reminder এবং Events। এর মাধ্যমে আপনি ক্যালেন্ডার এ থাকা Reminder and Event এর Norification কে Control করতে পারবেন। এটি Mark করা থাকলে উক্ত Notification আসবে এবং না থাকলে আসবেনা।
এবার Messages/Call এ ক্লিক করলে কিছু আপশন পাবেন।
1. From Anyone: এটি চালু করলে আপনার ফোন এ যেকোনো কারো SMS/Callআসলে Notification পাবেন।
2. From Contact only: এটি চালুকরলে আপনার ফোন এ থাকা Contacts ছাড়া অন্য কোনো Number থেকে SMS/Call আসলে Notification পাবেন। অন্যথায় নয়
3. From Starred Contact only: এটিতে ক্লিক করলে আপনার Favourite Contact ছাড়া অন্য কারো SMS/Call আসলে Notification পাবেন না।
4. From None: এটি চালু থাকলে আপনি কারো SMS/Call এ Notification পাবেন না।
এ ফিচারটি তখনি Active হবে যখন আপনি Calls এ From None বাদে অন্য কোনো option select করবেন।
এর ফলে একই ব্যাক্তি যদি ১ বার কল দেয়ার পর ১৫ মিনিটের মধ্যে আবার কল দেয় তাহলেই Notification পাবেন।
Total Silence ফিচারটি Active করলে আপনার ফোন এ কোনো Sound / Notification পাবেন না। এমনকি গান শুনলেও না।
বিঃদ্রঃ উক্ত Screenshot গুলো আমার ফোন থেকে নেয়া। তাই সঠিক নিয়ম মানলে কাজ হবেই।
#ভুল গুলো ক্ষমা করবেন।
7 thoughts on "Do Not Disturb ফিচার সম্পর্কে বিস্তারিত"