আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ভালই আছেন।

আজকের পোস্টের মুল বিষয় হলো আপনার আন্ড্রইড ফোনকে কিভাবে আপল এর মতো লুক দিবেন!?

সম্পুর্ন টিউটোরিয়ালটি ৩ খন্ডে শেয়ার করব। যদি কারো ভাল না লাগে জানাবেন, পোস্ট টি ডিলিট করে দিব।

আজকের পর্বে দেখাব কিভাবে নোটিফিকেশন বার কাস্টমাইজড করবে আপল এর মতো করে।

আর ২য় পর্বে থাকবে নোটিফিকেশন প্যানেল ও সেটিংস আর ৩য় পর্বে থাকবে লাঞ্চার ও অন্যান্য।

তো চলুন শুরু করা যাক!

আমার ফোনের নোটিফিকেশন বার টা দেখুন ??!

প্রথমেই নিচ থেকে App টি নামিয়ে নিন। প্রো ভার্সন তাই এক্সটার্নাল লিংক দিলাম।

Download Flat Style bar editor – 2 MB

এখন এই কনফিগ ফাইল টি নামিয়ে নিন – গুগল ড্রাইভ থেকে।

Download Config file – 2KB

এবার Flat Style অ্যাপ টি Install করুন। Exposed Installer থেকে Module আক্টিভ করে নিন। ফোনন টা রিবুট দিন।

এখন উপরের ডাউনলোড করা কনফিগ ফাইল টি মেমরির এই ফোল্ডারে রাখুন।

sdcard/data/com.bosarov.xposed.fsbi/backups/

এবার অ্যাপ টি ওপেন করুন। একদম নিচ থেকে Backup/Restore এখানে ক্লিক করুন।

এবার দেখুন একটু আগে যে ফাইলটি মেমরিতে রাখলেন সেটা এখানে দেখতে পাবেন!

এবার ফাইলটাতে ক্লিক করুন। Ok করুন।

Done!

আপনার কাজ হয়ে গেছে এবা নোটিফিকেশন বার দেখুন!?

আর একটা অনুরোধ সকলের কাছে আপনার পাশের এলাকার বন্যা কবলিত মানুষদের পাশে দাড়ান এই বিপর্যয়ের মুহুর্তে। এতে করে মানুষগুলো একটু হলেও উপকৃত হবে।

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

Leave a Reply