সবাই কেমন আছেন?
তো কাজের কথায় আসি
আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই ফোন রুট করে ফোনের আসল মজা নিচ্ছেন।মনে যা চাচ্ছে তাই করছেন। কিন্তু যারা রুট করেননি বা করতে পারেননি। তাদের জন্য আমার এই ট্রিক।’
আজ আমি দেখাবো কিভাবে ফোন Root করা না থাকলেও ফোনের System Apps গুলা Remove করবেন।
তো চলুন:
প্রথমে Debloater এই সফ্টওয়ার টি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল দিয়ে রাখেন।
এখন আপনার ফোনের Developer অপশনে যান।
Developer অপশন Enable করা না থাকলে Settings >> About Phone >> BuildNumber এ গিয়ে কয়েকবার ট্যাপ করুন। তারপর Back এ এসে দেখুন Developer অপশন চলে এসেছে। এখন ভেতরে গিয়ে নিচের দিকে যান এবং USB Debugging Mode টা Enable করে দিন।
এখন আপনার এন্ড্রুয়েড ডিভাইসটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন। কানেক্ট হলে Read Device এ ক্লিক করুন, আপনার ফোনের সকল এপ্স স্ক্যান হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন।
স্ক্যান হলে আপনি যে যে Apps গুলা রিমুভ করতে চান সেগুলোতে টিক দিয়ে ‘Apply’ এ ক্লিক করুন।
এবার দেখুন রিমুভ হয়ে গেছে। এপ্সটি আবার ব্যাবহার করতে চাইলে এখানে গিয়ে টিক মার্ক তুলে দিন। বি: দ্র: সম্পুর্ন কাজ নিজ দায়িত্বে করুন। কোনো প্রকার ক্ষতির জন্য Trickbd এবং আমি দায়ি থাকবোনা।