বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে মোবাইল ফোন ব্যবহারে। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও।

আর এদের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাই বেশি। কিন্তু জানেন কি, সব অ্যান্ড্রয়েড ফোনেরই আছে কিছু জরুরি নাম্বার কোড যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের দরকারি কাজগুলো করতে পারেন?
চলুন তাহলে জেনে নেয়া যাক এমনই প্রয়োজনীয় কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোড।

* সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে: *#12580*369#

* ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য: #*#7780#*#

* ক্যামেরা সম্পর্ক যাবতীয় তথ্য জানতে: #*#34971539#*#

* র‌্যামের মেমরি ভার্সন জানতে: #*#3264#*#

* মোবাইলের আইএমইআই নাম্বার জানার জন্য: *#06#

* মোবাইলের বেসিক তথ্য জানতে: #*#4636#*#

* ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে: #*#8351#*#

হাতে সময় না থাকাই পোস্টা ভাল করে সাজিয়ে লিখতে পারলামনা।
সৌজন্যঃ আমার সাইট
সময় পেলে বিসিট করবেন কিন্তু

16 thoughts on "অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য অজানা কিছু কোড। (সকল এন্ড্রয়েড ইওজাররা দেখুন)"

  1. SagorSrkian Author says:
    Sorry This Service Is Not Allowed লেখা আসে। কি পোস্ট করলে?
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      bro,amar gulute kaj kore,
  2. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
    thank you so much
  3. Mamunur Rashid Contributor says:
    ধন্যবাদ
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      স্বাগতম
  4. সব ফোনের জন্যে নয়
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      right
  5. muhammad shuvo Contributor says:
    wow tnx try korbo
  6. Salam1122 Contributor says:
    অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক কাজে আসছে।
    1. তাওহিদ সোহাগ Expert Author Post Creator says:
      thank you so much

Leave a Reply