আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ট্রিকবিডির সঙ্গে ভালই আছেন।
আজকে আপনাদের সাথে একটি অন্য রকম টপিক নিয়ে হাজির হলাম।?
আজ আপনাদের দেখাব কিভাবে ইন্টারনেট ব্রাউজার এর সাহায্যে ফাইল ম্যানেজার ব্যবহার করবেন।?
কোন ইন্টারনেট কানেকশন লাগবে না। সকল প্রকার মিডিয়া ভিডিও, অডিও, পিকচার, Txt, html সব কিছু ওপেন করতে পারবেন।
তো যারা ভিডিও দেখে কাজ করতে ভালবাসেন তারা এখান থেকে ভিডিওটি দেখে নিন।
⚫Browse SD card using google chrome – Chrome hidden trick – ক্রোম থেকে মেমরির ভিডিও বাজান
⚫How to zoom video in any side like computer – ভিডিও জুম করুন কম্পিউটারের মতো।
ওনলাইন কাজ সম্পর্কিত যে কোন প্রশ্ন উত্তরের জন্য আমাদের ফেইসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।
আমাদের ফেইসবুক গ্রুপ- সাইবার ৫২
তো এইজন্য আপনাকে ফোনের ডিফল্ট ব্রাউজার বা গুগল ক্রোম ব্যবহার করতে হবে। ফোনের ব্রাউজার HTML 5 হলে কাজ করবে। নইলে গুগল ক্রোম ব্যবহার করতে হবে।
প্রথমেই গুগল ক্রোমে প্রবেশ করুন। এইবার আড্রেশ বারে লিখুন –
file:///sdcard
file:///storage/sdcard
এইবার ইন্টার বা কিবোর্ডের গো বাটন প্রেস করুন। এইবার দেখুন মেমরি কার্ড চলে আসছে।?
এইবার এখান থেকে ছবি অডিও গান ভিডিও গান সব কিছু দেখতে / শুনতে পাবেন।
ভিডিও গান শোনার জন্য প্রথমে সেই ভিডিও গান টি খুজে বের করুন। এবার ভিডিওর নামের উপর চাপ দিয়ে ধরে রাখুন।
এবার পরবর্তী মেনু থেকে Open in new tab এই লেখাটায় ক্লিক করুন।
দেখবেন নতুন ট্যাব ওপেন হয়ে ভিডিও সেখানে চলে গেছে। এবার ট্যাবটাতে গিয়ে ভিডিও প্লে করুন।
আর এই সিস্টেমের সব চাইতে বড় সুবিধা হলো ভিডিও জুম।
আমরা ভিডিও দেখার জন্য প্রায় প্রত্যেকেই MX Player ব্যবহার করে থাকি।
এখান থেকে ভিডিও জুম করা গেলেও তা শুধু ভিডিওর মাঝখানে জুম হয় আর এইখানে ভিডিও যে কোন প্রান্তের যে কোন অবজেক্ট জুম করতে পারবেন।
কোথাও কেউ না বুঝলে ভিডিওটি দেখুন –
ভিডিও-
⚫Browse SD card using google chrome – Chrome hidden trick – ক্রোম থেকে মেমরির ভিডিও বাজান
⚫How to zoom video in any side like computer – ভিডিও জুম করুন কম্পিউটারের মতো।
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।
এই পোষ্ট যদিও আগে করা হয়েছিলো,তারপরও খারাপ বলবো না।
তবে MX Player এ যেকোনো জায়গা স্পেশালি জুম করা যায়।
আপনি হয়তো জানেননা।