আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলের একটা সেটিংস নিয়ে।এই সেটিংসের মাধ্যমে আপনি, আপনার মোবাইলের ডিফল্ট কালার চেন্জ করতে পারবেন।
কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে করা যায়।
প্রথমে Setting~Assistant যান।
এখন colur correction অন করে দিন।
তাহলে হয়ে যাবে।
নিচে থেকে কালার সেট করে নিন।
[বিঃদ্র:এটা অন করলে আপনার মোবাইলের স্ক্রিন কালার ফুল হবে ,তাই অন করায় ভাল।]
6 thoughts on "[Android Tips] কোন apps ছাড়াই আপনার মোবাইল এর ডিফল্ট কালার পরিবর্তন করুন"