আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

পোষ্টের শুরুতে বলে রাখি যারা জানেনা শুধু তাদের জন্য। আর এটা কোন কপি করা পোষ্ট নয়।

আজ আপনাদের সামনে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে।

আমাদের ফোন কম-বেশী সবারই, বড় ভাই বা গুরুজন হাতে নেয়। আর সেই সময় যদি ডাটা চালু থাকে, তাহলে বিভিন্ন রকম এড এসে হাজির হয়। তাতে যদি এডাল্ড কোন এড আসে, তাহলে তো নিজেকে অনেক খারাপ লাগে।।

এই এড থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই পোষ্ট টা ভাল করে পড়ুন।

প্রথমে এড আসলে আপনাকে লক্ষ্য করতে হবে, যে এড টা কোথা থেকে এসেছে।।

নিচের ScreenShot গুলো ফলো করুন,

এখানে তীর চিহ্নে দেখুন, এটা অপেরা র এড।।

অপেরা মিনিতে ঢুকুন এবং সেটিং এ যান,
নটিফিকেশন ক্লিক করুন

তারপর এখন দেখুন

আপনি চাইলে ফেসবুকের এড ও বন্ধ করতে পারেন।।

এগুলো অফ করে দেন।

আর আপনি এভাবে অন্যান্য ব্রাউজার এড ও বন্ধ করতে পারেন।।

মানুষ মাত্র ভুল, তাই ভুল হলে ক্ষমার দৃশ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি

5 thoughts on "নটিফিকেশন এ আসা বিরক্তিকর এডাল্ড ও অন্যান্য এড গুলো থেকে পরিত্রাণ খুব সহজে"

  1. ARR1122 Contributor says:
    uc te akhon o off korte pari na. setting theke off korle o notification ase
    1. Md Abubakar Contributor says:
      Mobile er setting thake block kore din
    2. Md Liton Shakh Author Post Creator says:
      ধন্যবাদ, মন্তব্য টি দেওয়ার জন্য।
    3. Md Abubakar Contributor says:
      Welcome
    4. Md Liton Shakh Author Post Creator says:
      ধন্যবাদ, আপনার মোবাইলের সেটিং গিয়ে অ্যাপস অপসনে খুজে পাবেন। তারপর ও না হলে, ফেসবুকে আসেন।

Leave a Reply