আশা করি সকলে ভালই আছেন! আর আমিও ভালই আছি আল্লাহর রহমতে!
আজ আপনাদের দেখাব কিভাবে কোন ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে পরিবর্তন করবেন! এবং সেই সাথে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার ও করতে পারবেন।
অ্যাপ টির নাম –
Teleportপ্লে স্টোর বা গুগল থেকে নামিয়ে নিন। অথবা অপেক্ষা করুন কিছুক্ষন পর ডাউনলোড লিংক দেয়া হপ্পে! ?
প্রথমেই Teleport ওপেন করুন। এইবার Gallery আইকনে ক্লিক করুন। আপনার ছবটি সিলেক্ট করে দিন। কিছুক্ষন অপেক্ষা করুন।
এইবার স্ক্রিনের নিচের দিকে Hear Color অপশন দেখতে পাবেন। এখান থেকে চুলের রং পরিবির্তন ও Skin Color থেকে গায়ের রং পরিবর্তন করতে পারবেন।
এইবার স্ক্রিন কালার টি ডানদিকে স্লাইড করুন। Background Blur লেখার নিচ থেকে ইচ্ছে মতো ব্লার কম বেশি করে দিন।
ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য Custom Background থেকে আপনার গ্যালারিতে থাকা কোন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিন। স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন হয়ে যাবে।
আর অ্যাপ এর সাথে প্রায় ৫০ টির মতো ব্যাকগ্রাউন্ড দেয়া আছে সেগুলা ব্যবহার করতে চাইলে Background লেখাই ক্লিক করে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিন। দেখবেন স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন হয়ে গেছে।
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।
আর আমি পোস্ট করার আগে কি পুরো ট্রিকবিডি খুজে দেখব যে সেই পোস্ট করা আছে কি না?
আগের পোষ্ট: trickbd.com/apps-review/360971
kinto ai system jantam na
tnx ai system sikanor jonno