আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে! আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি!

বেশি কথা না বাড়িয়ে, কাজের কথায় আসি।
আপনার ফোনে যদি এইরকম থাকে, H+ পাইছে কিন্তু কোন কিছু ডাউনলোড করতে গেলে নেটওয়ার্ক চলে যায় বা ডাটা অফ হয়ে যায় অথবা ডাটা অন থাকে কিন্তু কাজ করে না। তাহলে দেখে নিন কিভাবে এই সমস্যার সমাধান করবেন?
নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন, আর সেই ভাবেই কাজ করুন!
আপনি ১০০% সফল হবেন ইনশাআল্লাহ!

১. প্রথমে আপনার ফোনের সেটিংসে যান?


২. তারপর More এ যান। নিচের স্ক্রিনশট এর মতো?

৩. তারপর Cellular Network অথবা Mobile Data তে যান! নিচের স্ক্রিনশট এর মতো করে?

৪. এর পর Preferred Network Type অফশন টি চালু হবে ওখানে 3G Only করে দিন। না বুঝলে স্ক্রিনশট দেখুন?

ব্যাস! এইবার আপনার কাজ শেষ! এখন মনের সুখে ব্রাউজিং আর ডাউনলোড করুন, কোন প্রকার Network Dropping সমস্যা ছাড়াই!

না বুঝলে কমেন্ট করুন? আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ ছাড়াও এন্ড্রয়েড ফোনের যেকোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করুন? আমি আমার পরবর্তী পোস্টে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

One thought on "আপনার এন্ড্রয়েড ফোনে কি নেটওয়ার্ক সমস্যা? 3G পেয়েও ছেড়ে দেয়? অথবা দেখায় 3G কিন্তু ডাউনলোড হয় না? দেখে নিন সমাধান! (Without any apps)"

  1. Jewel Shikder Jony Author Post Creator says:
    আশাকরি কাজে দিবে

Leave a Reply