সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন।আর trickbd এর সাথে থাকলে সবাই ভালো থাকে।
তো বন্ধুরা আপনাদের জন্য একটি মজার ট্রিক
নিয়ে হাজির হলাম।
আপনাদের অজানান্তে ফোনের ডাটা শেষ হয়ে
ফোনে টাকা কেটে নেয়।কিন্তু
আর এরকমটা হবে না ।
এবার আপনি যতটুকু ডাটা কিনবেন। ঠিক তটোটুকু ব্যবহার করবেন।
সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে।
মনে করেন আমি ১০০এমবি ডাটা কিনছি
কিন্তু আজকে ২৫ এমবি ডাটা ব্যবহার করবো।
দেখবেন ২৫ এমবি ডাটা শেষ হাওয়ার সাথে সাথে আপনার ডাটা কানেকশন off হয়ে যাবে।
আর কোন টাকা কাটবেনা।
তো অ্যাপটা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

ডাউনলোড
তারপর ওপেন করুন নিচের মতো একটা পেজ আসবে আর অব্যশই মার্ক করা চিহ্নগুলায় ক্লিক করবেন।

let’s flo তে ক্লিক করুন
তারপর নিচের মতো

তারপর নিচের scheenshot এর মতো কাজ করেন।


তারপর নিচের মার্ক করা লেখায় ক্লিক করুন

তারপর সব সঠিক মতো দিন নিচের মতো

তারপর কিছুক্ষন নেট ব্যবহার করার পর


দেখেন নেট অফ হয়ে গেছে।
প্রায় ১ঘন্টা ৩০মিনিট যাবোত পোস্টা লিখলাম।

আপনাদের উপকারের জন্য।
পোস্টটা কেমন লাগলো কমেন্ট করে যানাবেন।
এডমিন ভাই প্লিজ আমার পোস্টটা পাবলিক করেন।
অনেক কষ্ট করে লিখলাম। সবার উপকারের জন্য।
আজকে মতো এ পর্যন্তই। আবার কোন নতুন ট্রিক নিয়ে হাজির হবো trickbd তে।
কোন ভূল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ

Leave a Reply