আসসালামু আলাইকুম। কেমন আছেন। আশা করচি সবাই বাল আচেন। আজকে যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো তাহচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হারিয়ে গেলে কিভাবে উদ্ধার কনতে পারেন।

তথ্য প্রযুক্তির এই যুগে অ্যন্ড্রয়েড প্রায় সকলের হাতে হাতে এবং অনেকেই অনেক গুরুত্বপুর্ণ তথ্য মোবাইল ফোনে সেভ করা থাকে। অন্য কেউ এই ডাটা ক্ষতিকর ব্যবহার করতে পারে।
আসুন জেনে নেই অ্যান্ড্রয়েড এর তথ্য নিরাপত্তার কিছু বিষয়
আইএমআই নাম্বার
প্রত্যেকটি মোবাইলের আলাদা আলাদা আইএমইআই নাম্বার থাকে। মোবাইল হাতে থাকা অবস্থায় খুব সহজে আইএমইআই নাম্বারটি বের করা যায়। এর জন্য *#০৬# চাপুন। আইএমইআই নাম্বার জানা থাকলে থুব সহজে নিকটস্থ টেলিকম কো্ম্পানির কাছে অভিযোগ জানিয়ে সেটটি বন্ধ করে দিতে পারেন।
মোবাইল হারিয়ে গেলে কিভাবে আইএমইআই নাম্বার বের করবেন
এই কাজের জন্য আগে থেকে আপনার মোবাইল থেকে গুগল প্লে-স্টোরে জিমেইল আইডিতে লগইন করা থাকতে হবে। তাহলেই সম্ভব আপনার আইএমইআই নাম্বার বের করা। এবং সেই সাথে আপনি আপনার মোবাইলের সমস্ত ডাটা মুছে দিতে পারবেন কিংবা সেই মোবাইলে রিং দিতে পারবেন।
আসুন জেনে নেই কিভাবে হারানো মোবাইলটির লোকেশন ও ডাটা মুছে দিবেন
আপনার ব্রাউজারের মাধ্যমে নিচের লিংক এ প্রবেশ করুন।
google.com/settings
ইউজারনেইম ও পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডের অ্যান্ড্রয়েড সেকশনে প্রবে করুন। সেখানে আপনি নিচের চিত্রের মত আপনার মোবাইলে বিস্তারিত দেখতে পাবেন। আইএমইআই নাম্বার, কোন অপারেটরের সিম ব্যবহার করছে ইত্যাদি

আপনার মোবাইলের অবস্থান নির্ণয় করুন ও ডাটা মুছে দিন।
আপনার হারানো মোবাইলের অবস্থান নির্ণয়, ডাটামুছে দেওয়ার জন্য নিচের লিংক এ প্রবেশ করুন।
https://www.google.com/android/devicemanager

আপনার মোবাইলের জিপিএস অন থাকলে মোবাইলটি এই মুহুর্তে কোন জায়গায় আছে সেটি দেখতে পারবেন। মোবাইলে রিং দিতে পারবেন। এবং সমস্ত ডাটা মুছে দিয়ে ফোনটি লক করে দিতে পারবেন।

7 thoughts on "হারানো অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করুন গুগলের সাহায্যে"

  1. Shompod Contributor says:
    nice post vaia.kaje lagte pare
  2. mdmuftym Author Post Creator says:
    হুমমম
  3. lokmanhasansetu Contributor says:
    vi android sectione jabo kivabe plz zanaben
  4. Aiyub ali Contributor says:
    iphone 5ss icloud lock ke kholar kono sistam ase kew bolty parben
  5. Mustakim Contributor says:
    সুন্দর পোস্ট
  6. Mustakim Contributor says:

    সুন্দর পোস্ট

Leave a Reply