ট্রিকবিডির সবাইকে স্বাগতম এবং আমার সালাম।

কিছু কথা

## আজ নিয়ে এলাম আমার লাইফে ফোন নিয়ে Experience করা কিছু ট্রিকস যেগুলো আপনাদের এন্ড্রয়েড ফোন ব্যবহারে একটু হলেও সচেতনতা বাড়াবে।

## Mainly ফোনের ব্যাটারি কিভাবে ভালো রাখা যায় এ নিয়ে তুলে ধরেছি এখানে।তবে কিছু Off – Topic কথাও বলেছি। তাই টাইটেলটা অন্যকরকম করে লিখেছি।

## এই ট্রিকসগুলো সম্পূর্ণ নিজ থেকে Experience করা, তবে এ তথ্যের সাথে অন্য কোনো পোস্ট বা ভিডিওর সাথে মিল বা অমিল থাকতে পারে। কেননা, কিছু ট্রিকস আমার আগেই অনেকে হয়ত নেটে শেয়ার করেছে। আমি যতটা সম্ভব সেগুলো বাদ দিয়েছি যেগুলো আপনারা অধিকাংশই জানেন।

## কিছু জানা তথ্যও একটু ঘুরিয়ে প্রকাশ করেছি। তবে ১টি তথ্যও অন্য কোনো জায়গা থেকে কপি করা নয়। অনেকের মত আমার সাথে নাও মিলতে পারে, আবার কিছু ট্রিকস অন্যের কাছে ভুল মনে হতে পারে। তবে আমার কাছে সবগুলোই সঠিক। কারণ, আপনি বাস্তবতাকে কখনো না বলতে পারেন না।

## Wiki থেকে পড়া এক জিনিস, টিউটোরিয়াল দেখে শেখা এক জিনিস আর নিজ থেকে কিছু বের করে সেটা প্রয়োগ করা অন্য জিনিস। তাই কেতাবি বিদ্যা বাদ দিয়ে পার্সোনালি যেটা এক্সপেরিয়েন্স করবেন সেটার দিকে এগুনো সবারই উচিত।

Life with an Andoid Hacks

১) Brightness একদম কমে দিন। যতদূর পর্যন্ত কমানো যায় আর কি। প্রথম দিকে একটু একটু অন্ধকার স্ক্রিন মনে হলেও দুএকদিন পর চোখে সয়ে যাবে। এটি ৬০% ব্যাটারির চার্জ সেভ করতে পারে।

২) Default Launcher ইউস করুন। অনেকেই বিভিন্ন স্টাইলিশ Launcher ব্যবহার করেন যেমন, Nova,Next,CM, আরও অনেক। এতে 20/30+ Foreground & 15+ Background Ram খায়। আর চার্জ খায় Default Launcher এর দ্বিগুন। তাই স্টাইলিশ না হলেও ব্যাটারির চার্জ বাঁচাতে Default Launcher ব্যবহার করুন।

৩) Developer Settings থেকে Window,Transition & Animator Duratiom Animation Scale Off করুন। যেকোনো এনিমেশনই ফোনের Extra চার্জ খায়।

৪) Internet Speed Meter Lite না ইউস করে Internet Speed Meter Paid ইউস করুন। Lite ইউস করলে সবসময় একটিভ থাকে এবং 0KB শো করে। কিন্তু Paid টিতে শুধু নেট চালানোর সময় শো করবে।

৫) Mx Player Old Version অথবা Mx Player Nightly ব্যবহার করতে পারেন। তবে AC3 Audio সাপোর্ট এর জন্য আপডেটেড Codec ব্যবহার করতে পারেন।

৬) Mx Player New/Latest ইউস করার ইচ্ছা থাকলে অবশ্যই Pro Version ইউস করবেন। ফ্রি ভার্সনে অযথা এড দেখাবে।

৭) মুভি সবসময় Mx Player দিয়েই দেখুন। অন্যান্য Player এর চেয়ে – এমনকি Default প্লেয়ার এর চেয়েও এটি ৫০% বেশি চার্জ সেভ করে।

৮) Always SW Decoder দিয়ে রাখবেন বা ভিডিও দেখবেন। HW দিয়ে চার্জ বেশি খায়।

৯) Poweramp ব্যাকগ্রাউন্ড এ থেকে চার্জ খায়। এ Player এর অনেক সুবিধা থাকলেও চার্জ বাঁচাতে চাইলে ডিফল্ট প্লেয়ারই ব্যবহার করুন।

১০) Uc বা অন্য কোনো ব্রাউজারের নোটিফিকেশন, নিউজ, সার্চ বক্স Notification বার এ থাকলে কেটে দিন। এটি এপগুলোর সবসময় একটিভ থাকার একটা ট্রিকঃ Notification বার এ Visible থাকা।

১১) বুস্টার, Killer, Clean Master ইত্যাদি টাইপের এপ একদমই ব্যবহার না করা। এগুলো নেশাজাতীয় দ্রব্যের মত, শুধু তাৎক্ষিণক আরাম দেয়, পিছনে ঠিকই র্যাম খেয়ে বসে থাকে। এটা উদ্ভট হলেও সত্য। ফোন স্লো হয়ে গেলে ফোনকে একটু রেখে দিন। কিছুক্ষণ পর ঠিক হলে দেখুন কোন এপের কারণে স্লো হচ্ছে। কারণ, আপনি যখন কোনো এপ বুস্ট করছেন, তখন এপটি কিছু সময় পর আবার সচল হওয়ার চেষ্টা করে,আর আপনি তো অনেকগুলো এপ বুস্ট করেন এতে CPU এর উপর চাপও পড়ে দ্বিগুন।

১২) Youtube এপ এর বিকল্পে OGyoutube ব্যবহার করতে পারেন। আর OGyoutube এর সাহায্য Youtube ভিডিও ডাউনলোডও করতে পারবেন।

১৩) ফোনে কিছু ডাউনলোড দিলে অন্যান্য কাজ করা থেকে বিরত থাকুন। শুধু ডাউনলোড স্ক্রিনেই বসে থাকুন। এতে চার্জ খুব কম যাবে।

১৪) রুট ইউজাররা Root Booster Paid এর Extreme Boost ব্যবহার করতে পারেন। (পূর্ববর্তী পোস্ট – Search In TrickBD)

১৫) Wifi Settings > Advance থেকে Scanning Always Availabe & Network Notification এর টিক তুলে দিন। আর Wifi Optimization এ টিক দিন।

১৬) লোকেশন অফ রাখুন। Sync দিনে শুধু একবার অন করবেন। ২ মিনিট পর আবার অফ করে দিবেন।

১৭) ননরুট ইউজাররা মাসে একবার ফোনের চার্জ ফুল করে পুরোটাই শেষ করবেন, আর অটোমেটিক ফোন বন্ধ হয়ে গেলে বন্ধ অবস্থায় ফোন ফুলচার্জ করবেন। এটি কাস্টম ক্যালিব্রেশন। এতে ব্যাটারির স্বাস্থ্যে ভাল থাকবে।

১৮) রুট ইউজাররা মাঝে মাঝেই ফুলচার্জ করে Battery Calibration এপ দিয়ে Calibrate করবেন।

১৯) রুট ইউজাররা হুদাই Swap ইউস করবেন না। Swap ইনস্টল এর প্রথম দিকে স্পিড থাকলেও পরবর্তীতে স্বাভাবিকের চেয়ে তিনগুন চার্জ খায়। আর স্পিড তো দূরে থাক ফোন আগের চেয়ে স্লো হয়ে যায়।

২০) আপনার ফোনের চার্জারের Output যদি 500mA হয়, তাহলে 1000mA এর চার্জার ব্যবহার করুন। এতে দ্রুত চার্জ হবে। না এটা ব্যাটারির ক্ষতি করবে না। তবে 1000mA এর উপরের চার্জার ব্যবহার করবেন না। Output চার্জারের গায়ে লেখা থাকে।

২১) আপনার ফোন/ব্যাটারি নতুন হলে পাওয়ার ব্যাংকে ঢুকিয়ে ফোন চালাতে পারেন তবে কখনই AC/সকেটে চার্জ দোওয়ার সময় ফোন চালাবেন না।

২২) Google Play Service চাইলে ডিলিট অথবা ডিসেবল করতে পারেন। এটা প্রচুর চার্জ খায়। সবসময় না, যখন গুগল এপস চালানো হয় তখন আর ফোন অন হওয়ার পরপরই।

২৩) DayDream ইউস করলে Display/clock > DayDream > Settings > Night Mode On করুন।

২৪) প্রয়োজন না হলে বা Wifi চালানোর সময় Background Data Restrict করে রাখবেন না।

২৫) শুধু একটা কিবোর্ড সচল রাখুন। শুধু Ridmik চালালে ফোনের টা Disable করে দিন। ( রুট ইউজাররা ডিসেবল দিতে পারেন)

২৬) Google Voice Text input, pico TTs, Talkback, Hangouts, Voice Command এগুলো লাগে না। চাইলে Delete/Disable করতে পারেন।

২৭) Broadcast message, Wap push Messege এসব বন্ধ করে দিন।

২৮)Screen off timeout 15/30 second করবেন না। 1minute বা তার উপরে রাখুন। বারবার স্ক্রিন অনঅফ করলেও চার্জ যায়।

২৯) ব্রাউজার হিসেবে Chrome ব্যবহার করুন। Default ব্রাউজারের পরিবর্তে Chrome কে প্রাধান্য দিন।

৩০) কাজ শেষে Vidmate – Force Stop /Uninsatll করতে পারেন, এটি ব্যাকগ্রাউন্ডে চার্জ খায়।

৩১) Facebook & Messenger এর পরিবর্তে Facebook & Messenger Lite ব্যবহার করতে পারেন।

৩২) অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ডিলিট করতে রুট ইউজার রা Sdmaid Pro ব্যবহার করতে পারেন।

৩৩) মাসে একবার Android/data ও Ucdownloads/cache ফোল্ডার ডিলিট দিন।

৩৪) Live Wallpaper ইউস করা বাদ দিন। কালো ধরনের ব্যাকগ্রাউন্ড বা ডার্ক ওয়ালপেপার ইউস করুন।

৩৫) রাতে বালিশের কাছে বা কাথার ভিতরে ফোন রেখেই ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে, Flight Mode On করে ঘুমাতে যাবেন।

♣♠♣♠♣♠Special Quotes (SelfMade)♠♣♠♣♠♣

” Meditation & Yoga – ছেলে হোন বা মেয়ে, বুড়ো হোন বা জোয়ান, বাংলাদেশী হোন বা ইন্ডিয়ান, মুসলমান হোন বা হিন্দু – এখনই করা শুরু করুন। “

————————————————–

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB


80 thoughts on "[Advice][Android][Hacks] ৩৫টি Life with an Andoid Hacks সম্পূর্ণ Personal Experience & Research সংবলিত। – by Riadrox"

  1. MD_Mizanur_Rahman Contributor says:
    সুন্দর পোষ্ট
  2. . Contributor says:
    অসাধারণ বাট টাইটেল থেকে post by riadrox এটা কেটে দিন?
    1. mahbubpathanbd Author says:
      শেষমেষ অথর হয়েছ?
    2. . Contributor says:
      হুম।
    3. Sadik Author says:
      অভিনন্দন (.)৷নামটা চেন্জ করো না৷আশা করি (.) থেকে অনেক কিছু পাবো৷
    4. Hridoy khan Contributor says:
      ভাই উনার পোস্টে নাম না দিলে ফাকাফাকা লাগে।।।??
  3. mac rafy Author says:
    awesome post bro?..sathe download link dele poripurno hoto….?
  4. jhonny D_Junior? Contributor says:
    Maximum trick e jani and follow o kori but post ta valo chilo keep it up
  5. md mishu Contributor says:
    nice post.tobe 20 no trick ta bujlam na.
    1. Riadrox Legend Author Post Creator says:
      আবার পড়ুন
    2. Shaheen Uddoula Author says:
      চার্জরে input voltage & MaH থাকে।ফোন থেকে একটু বেশি (অতিরিক্ত না) volt & Mah এর চার্জার ব্যবহার করবেন চার্জ ভাল হবে + long time থাকবে।
    3. Shaheen Uddoula Author says:
      sorry output vol & Mah হবে।
  6. shrabon Contributor says:
    আমি আপনার অনেক (বড় ফ্যান)
    আপনার পোস্টগুলা অসাম লাগে?
  7. SuperRox Author says:
    রিয়াদ ভাই। পোষ্টটি সুন্দর হয়ছে কিন্তু এর আগের পোষ্টে আপনি বলেছিলেন Riadroxটাইটেল দিবেন না তো এখন কেন দিলেন বুঝলাম না আপনি ট্রিকবিডির মান নষ্ট করতেছেন।কারন ট্রিকবিডিতে হাজার হাজার post by অমুক তমক আছে চাইলে তারাও দিতে পারত শুধু নোটিশ দেয়ার পর থেকে কেউ দিচ্ছে না আর আপনি?
    1. Riadrox Legend Author Post Creator says:
      টাইটেলে “সম্পূর্ণ personal experience সংবলিত” এখানে কার personal experience বোঝাতে by Riadrox দিয়োছি, নয়ত দিতাম না। আর এতে ট্রিকবিডির মান কমে নি। ট্রিকবিডিতে প্রথম by- অমুক তমুক সব আমার দেখাদেখি দিয়েছিল, এমনকি আপনিও। আপনারা নিজেরা ঠিক থাকলে ট্রিকবিডির মান ঠিক থাকবে।
    2. IT Expert++ Legend Author says:
      আপনি একবার না দেখে, না যাচাই করে একটি পোস্ট করেছিলেন… তারপর রানা ভাই আপনার পোস্টে কমেন্ট করেছিল । এখন আবার এই কমেন্ট করেছেন! (by …..) আশা করি বুঝতে পেরেছেন কোন পোস্টের কথা বলছি। anyway awesome post
    3. Oliur Rahman Miraz Author says:
      IT Expert Bro,, Jealousity is not good. ????
      Just kidding…?
  8. Trickbd Support Moderator says:
    ভালো পোষ্ট।
    ওয়েলকাম ব্যাক।
    কিন্তু টাইটেল টা একটু ঠিক করতে হবে আপনাকে।
    আর অফিসিয়াল নোটিশটা একটু কষ্ট করে পড়ে নিবেন আশা করি।
    1. Riadrox Legend Author Post Creator says:
      এই পোস্টের টাইটেলে by দেওয়ার একটা কারণ আছে। আগামীতে আর দিবনা।
    2. Trickbd Support Moderator says:
      আচ্ছা।
      তবে পরবর্তীতে আর দিবেন না।
  9. Md Shohug✅ Contributor says:
    পুরাই অস্থির পোস্ট
  10. Jony Champ Author says:
    মাথা নষ্ট পোষ্ট…দারুন
  11. Trickbd_sdq Author says:
    সুন্দর পোষ্ট
  12. Sheshir Contributor says:
    Boss Fire aisay dekhai dilo He is the best…..
    LOVE YOU VAIA ETO DIN PORE FIRE ASLEN KNO?
  13. rabby Subscriber says:
    রিয়াদ ব্রো আমি আপনার কয়েকটা পোস্ট এ খুব উপক্রিত হয়েছি,তাই আমি ট্রিকবিডিতে আপনাকে অনেক সম্মানের সাথে দেখি,কথা হল আপনার মত এক জন বড় টিওনারের একটি ছোট ভুল আমার চোখে পরেছে এতে কিছু মনে করবেন না প্লিজ। ৩৩ নাম্বার পয়ন্টটা আমার দি-মত রয়েছে…!
    কারণ যারা gta/tampol/reyal traffic or কোন এপ এর সেটিং কাস্টোমাইজ করে চালা এবং আপনার এই রুলটি follow করে তবে তারা তাদের গেমর_অতিক্রান্ত_লেভেল গুলো হারিয়ে গেমটি পুনরাই খেলতে হবে…..! এ জন্য অনেকে হতাস ও হতে পারে….।এ পয়েন্টটি ছাড়া পস্টটি আমার অন ভালো লেগেছে… ধন্যবাদ bro “keep it”
    1. Riadrox Legend Author Post Creator says:
      এটাকে ভুল বলাও যায় না। কারণ আমি বলেছি একমাস এ একবার। তো Temple Over দিতে একমাস কারও লাগে না। জিটিএ আমি ৪দিনেই ওভার দিছি। ফোনে গেম সারাজীবন রেখে কাজ কি, যেখানে প্রতিদিন ১M+ নতুন গেম তৈরি হচ্ছে।
    2. rabby Subscriber says:
      Ami GTA ta sobsomoy kheli 5 bar complete korechi tar por jokhon ichcha aktu Kore kheli…sobai ai rokom naw hote pare
  14. Sadik Author says:
    Welcome back.Bro.
  15. Reja BD Author says:
    ভাই এতদিন পর, কেমন আছেন।??

    একদম কার্জকারী পোষ্ট।

  16. Rayin Contributor says:
    Good Post bhai
  17. Sheshir Contributor says:
    Vaia ami apnar Super fan….Root + Custom rom + obb file nie game khela sob kisu sikhsi tomar post deikha Amar first phone e custom rom marsi tomar tutorial dekhe Tomar post kora sob rom amar use kora …..Vai tumi na thakle kissu sikhtam nah ….Tokhon je koto iccha hoise tomar post reply dei kinto apsos amar thokhon id silo nah…But ekhon id ase kintu tumi sei HSc exam er jonno off hoila ar aila nah ….protidin trickbd te aschi sudhu tomar khoj nite kintu tumi nai hotat sob asa saira dilam….Aj hotat tomar post theke astonished hoia gelam.Salam boss…Tumi fire aisai fatay diso..
    Tumi amar hero.
    Tonar page youtube channel sob jaygay ami Join korsi. BUT TOMAR SATHE COMMUNICATE KORTE PARI NAI…AJKE PARLAM..I AM FEELING AWESOME NOW …PLZ REPLY DIO VAIA AR TOMAR E MAIL TA DIO….
    WeLcOmE BaCk LAGEND❤❤❤❤❤❤❤❤❤❤❤
    1. Riadrox Legend Author Post Creator says:
      Sorry, Ami Karor sathei communicaye kori ni. Thank you for being with me. Email: [email protected]
  18. Mostak Ahmed Author says:
    এতদিন পর আপনার পোষ্ট দেখে অনেক ভালো লাগলো।
  19. Biplop Contributor says:
    সুন্দর পোস্
  20. Biplop Contributor says:
    সুন্দর পোস্ট।
    এত দিন কোথায় ছিলেন।
  21. DM Contributor says:
    অসাধারণ পোস্ট ভাই। আামি এন্ড্রয়েড 6.0 ইউজার ফোনের মডেল সিম্ফনি R20 আমার ফোনের অটো syne অফ করব কিভাবে??
    1. Riadrox Legend Author Post Creator says:
      Settings>Accounts
  22. TT Contributor says:
    OGyoutube somporke kisu bolen r link ta den.
    …..
    1. Riadrox Legend Author Post Creator says:
      Future post
  23. Sad Boy Contributor says:
    Awesome Post. এতদিন কই ছিলেন ভাইয়া?
  24. Bads Man Shakil Khan Author says:
    ২,১ টি ছারা সব জানি,,,,২,১টিতে আমার দিমত আছে,,,আমার কম এপস ইনস্টাল দেওয়া,,,,greenify ও use করিনা,,,চাজ খায়,,,,very very ছুন্দর পোস্ট
  25. Bads Man Shakil Khan Author says:
    ২,১ টি ছারা সব জানি,,,,২,১টিতে আমার দিমত আছে,,,আমার কম এপস ইনস্টাল দেওয়া,,,,greenify ও use করিনা,,,চাজ খায়,,,,very very ছুন্দর পোস্ট,,,,,,
    ,,,,,আচ্ছা navigation key light off korte parchi na,,,,sys file edit hoyna,,,,kita koram,,, ?????
    আর এমন কি করা জায়,,,,মোবাইল যে volt a চলে,,,,তার চেয়ে কম ভোল্টে চালানো,,,,
    1. Riadrox Legend Author Post Creator says:
      Gravitybox(Xposed) E ei feature ase
    2. Bads Man Shakil Khan Author says:
      আমি astonish হয়ে গেছি যে তোমার আমার experience pray ekoi,,,,,so,,,,tmr experience theke জান্তে চাচ্ছি যে gravitybox use kore jodi volt kom e tane,,,,,charge to taile beshi thaka kotha,,,,,use kora ki valo hobe????any problem,,,,????
  26. Bads Man Shakil Khan Author says:
    ২,১ টি ছারা সব জানি,,,,২,১টিতে আমার দিমত আছে,,,আমার কম এপস ইনস্টাল দেওয়া,,,,greenify ও use করিনা,,,চাজ খায়,,,,very very ছুন্দর পোস্ট,,,,,,
    ,,,,,আচ্ছা navigation key light off korte parchi na,,,,sys file edit hoyna,,,,kita koram,,, ?????
    আর এমন কি করা জায়,,,,মোবাইল যে volt a চলে,,,,তার চেয়ে কম ভোল্টে চালানো,,,,bad boy shakil
    1. Riadrox Legend Author Post Creator says:
      Use Gravity Box
  27. open080980 Contributor says:
    thank you riadrox vai
  28. Ex Programmer Contributor says:
    @wow awsome post bro:}
  29. tajemulislamgames Contributor says:
    joss post..
    internet speed miter lite paid app er download hobe ?? help ?
  30. ARIF Contributor says:
    ভাইয়া,
    Welcome back!
    আপনার পোস্টে কমেন্ট করতে লগিন লরলাম।নয়তো লগ ইন ছিল।
    গুড পোস্ট
  31. ARIF Contributor says:
    লগ ইন ছিলনা।
  32. Google Boy Contributor says:
    Tnx.. #Riadrox
    1. Google Boy Contributor says:
      I Need Samsung SM-J110H Custom Rom
  33. ARIF Contributor says:
    ভাইয়া,
    Welcome back!
    আপনার পোস্টে কমেন্ট করতে লগিন করলাম।নয়তো লগ ইন ছিল না।
    ট্রিকবিডি’র যে অবস্থা তাই ভালো লাগছিলনা।এখন আবার আপনি আসলেন তো আপনার পোস্ট দেখতে হলেও ট্রিকবিডি প্রতিদিন ভিসিট করব।

    Keep it up….

    1. Riadrox Legend Author Post Creator says:
      Thnx.. For visit
  34. DM Contributor says:
    internet speed meter paid down fibo kivabe.
    1. DM Contributor says:
      aita sara are nai anno meter
    2. Riadrox Legend Author Post Creator says:
      onnogulo thikmoto kaj kore na. ad dekhay. speed meter aitai sobcheye best. less ram usage.
  35. DM Contributor says:
    ভাই আমার phone a meter on hote gele background a app on rakte hoi aoto on hoi na
    1. Riadrox Legend Author Post Creator says:
      paid e ai somossa hoina. Battery savings off kore rakhen..
    2. DM Contributor says:
      tao hoi vai.
  36. Shahin Author says:
    ভাই,আপনার এডমিশন পরিক্ষার কি খবর?
    কোথায় চান্স পাইলেন?
    ভর্তি কই হইলেন?
  37. Hasibor Rahaman Contributor says:
    nice, ami eykhaner 85% trick e use kori..and valo chole…rooted uset der jonno greenfy r o bettar, eta bettary charge dhore rakhe..phone speed rakhee onno apps force stop rekhe
  38. Morshed Author says:
    vai Internet Speed Meter Paid er link din plz..
  39. tajemulislamgames Contributor says:
    access denied dekhay
    1. Riadrox Legend Author Post Creator says:
      ki?
    2. Google Boy Contributor says:
      করে ঐ বেটা Riad তোরে কমেন্ট করছি , হ্যা না তো বলবি নাকি
  40. Sabbir Hossain Author says:
    সুন্দর পোস্ট।
    1. Riadrox Legend Author Post Creator says:
      Thnx
  41. Sabbir Hossain Author says:
    ভাই আপনি এখন কোন বিষয়ে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কি?

Leave a Reply