প্রথমেই বলে রাখি, পোষ্টের পুরো ক্রেডিট হচ্ছেঃ Sazid Hossen ভাইয়ের।
পুরো পোষ্টি তিনি নিজের হাতে লিখেছেন। ট্রিকবিডিতে তিনি ট্রেইনার নয় বলে তিনার রিকোয়েস্টে আমি পোষ্ট করে দিলাম।
আসসালামুআলাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন। এতোদিন আপনারা
Ridmic Keyboard এর background চেন্জ করা শিখেছেন আজ শেখাবো কিভাবে ridmic keyboard এর ফন্ট কালার চেন্জ করবেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আজ আমি আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি।
আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা Ridmic keyboard এর ভিতরের font কালার নিজের ইচ্ছা মতো চেন্জ করবেন।
এ কাজ টি করতে হলে দরকার হবে apk editor এবং ridmic keyboard। যাদের আছে তাদের তো আছেই। যাদের নেই তারা সফটওয়্যার ২টা play store থেকে download করে নিবেন।
এখন apk editor open korun
তাপর select apk from app এ ক্লিক করে ridmic keyboard সিলেক্ট করুন।
তার পর Files এ ক্লিক করুন।
তারপর res এ ক্লিক করুন।
তারপর নিচে দিকে এগিয়ে দেখেন values নামে একটা ফোল্ডার আছে ওখানে ক্লিক করুন।
এবার অনেক গুলো xml দেখতে পাবেন সেখান থেকে
Colors.xml এ ক্লিক করুন।
তারপর অনেক গুলো কালার দেখতে পারবেন
এবার সবগুলোর উপর ক্লিক করে নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন।
এভাবে R, G,B,Aএই চারটিতে ক্লিক করে কালার পাল্টাতে হবে।
ব্যাস কাজ শেষ।এবার Build অপসনে ক্লিক করে SAVE করে নিন
SAVE হয়ে গেলে install দিন এবার ওপেন করে দেখুন Font কালার চেন্জ হয়ে গেছে।
ফন্ট কালার চেন্জ হয়ে গেছে ।
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
কোনো জায়গাতে বুঝতে না পারলে coment box আথবা Facebook এ জানাবেন যথা সম্ভব সাহায্য করতে চেষ্টা করব।
but Lite er Colur Change korte parci na,,
parle Lite niya try koren,,
ar Lite er Colour change korar system pele share koiren,, Donnobad ??
আমার ipay তে ১৫৳ লাগবে। কেউ দিলে আমি তাকে ২০৳ ফ্লেক্সি করে দিবো।
আমার ipay তে ১৫৳ লাগবে। কেউ দিলে আমি তাকে ২০ফ্লেক্সি করে দিবো।