আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন।
আজ আমি দেখাব কিভাবে পিক্সার্ট দিয়ে ফেসবুকের কভার ফটো বানাবেন। আর এই কাজটা করতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও শিখে যাবেন।
তো চলুন,
ধাপঃ১
প্রথমে পিক্সার্ট ওপেন করুন। আর আপনার একটা ছবি সিলেক্ট করে এডিট এ আসুন। তারপর Cut OuT সিলেক্ট করুন।
তারপর ছবিটির মুখমন্ডলের চারিদিকে আউটলাইন একে দিন।
এমন ভাবে দেবেন যাতে ছবিটার সাথে মিশেই থাকে।
তারপর Next এ যান,,,, আর দেখবেন অটোমেটিক আপনার বডি লাল রঙ দ্বারা আবৃত হয়ে যাবে। তারপর চিত্রে দেখানোর মত,, দেখেন চোখের মত একটা আইকন আছে সেটায় ক্লিক করুন।
প্রমানঃ
ধাপঃ২
এবার আবার পিক্সার্ট ওপেন করুন। আর নিচের পিকটি
৪৮০*২৫৮ সাইজ নিয়ে ক্রপ করুন।
তারপর আপনি ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখা পিক টা এড দিন
বিভিন্ন জায়গায় দেবেন,,,আর বসানোর সময় Blend হয়ত Add নয়ত Screen দেবার চেস্টা করবেন।
এবার নিচের {ঠোট} পিকটাও এড দিন।
তারপর Add Text এ ক্লিক করুন।
তারপর আপনি আপনার ইচ্ছামত কিছু লিখুন।
যেমন আমি লিখেছি,
মানুষ শত চেস্টা করলেও তার আসল রুপ ঢেকে রাখতে পারেনা
Add করার সময় আপনি যেকোন কালার যেকোনো স্টাইলে করতে পারবেন। তবে এমন কালার দিন যাতে আর্ট টা সুন্দর দেখায়!
তারপর সেভ দিন দেখুন আপনার আর্ট তৈরি হয়ে গেছে।
আপনি হয়ত বলতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক এপস আছে! তাহলে আমি বলব এটা অনেক সহজ,,আর পিক্সার্ট প্রায় সবার কাছেই আছে তাই এটা বেশি উত্তম।
go ahead